পুরো পোস্টটি পড়ে বাকরুদ্ধ হয়ে গেলাম দাদা, আসলে আমাদের কর্মফল মাঝেমাঝে এমন কিছু শিক্ষা দিয়ে যায় যেটা কখনোই ভোলা সম্ভব নয়। তবে আপনারা তখনও অনেক ছোট ছিলেন। ছোটবেলায় আমরাও এরকম প্রচুর দুষ্টুমি করেছিলাম তবে আপনার বন্ধু রথীনের সাথে যা হলো তা সত্যি মেনে নেওয়ার মতো নয়। পোস্টটি পড়তে পড়তে চোখের কোন দিয়ে পানি চলে আসলো। এর কারণ আরো একটি রয়েছে, আমারও একটি বন্ধু ছিল এসএসসি পরীক্ষা দেওয়ার আগে তার ব্লাড ক্যান্সার ধরা পরে এবং সে পরীক্ষা দেওয়ার আগেই মারা যায়। এতটা খারাপ লেগেছিল যা কখনো হয়তো বলে বোঝাতে পারবো না দাদা। পরিশেষে টিনের পিস্তলটি আপনি পেয়ে গেছেন কিন্তু সেই হারানো বন্ধুত্ব এবং বন্ধু কখনো আর ফিরে আসেনি।