You are viewing a single comment's thread from:
RE: Indian Museum ভ্রমণ -পর্ব ২০
যত বেশি পাম্প , তত বেশি ডাম্প । আর ডাম্পিং না হলে পাম্পিং হওয়ারও চান্স নেই । সো, বি কুল ।
ঠিক বলেছেন দাদা, তবে দাম কমলে ইউজার কমে যায়।
ওয়ালরাস বা সিন্ধুঘোটক প্রথম বার দেখলাম দাদা। আপনি এক এক করে কলকাতা মিউজিয়ামের সব কিছু উপস্থাপন করে যাচ্ছেন। আমরা হয় তো এতো কিছু দেখতেই পারতাম না। আপনি প্রতিটি ছবির সাথে সুন্দর ভাবে বনর্না করেছেন দাদা। আপনার জন্য শুভকামনা রইল এবং সৃষ্টিকর্তার কাছে আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আপনি সুস্থহয়ে খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসুন।