You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬৯
তুমি আমার কুয়াশা ভেজা সকালের
নান্দনিক শিশিরের সৌন্দর্য।
তুমি আমার শীতের সকালে
সোনালী মিষ্টি রোদের প্রচ্ছন্ন ।
তুমি আমার পড়ন্ত বিকেলে
দক্ষিণের ঝিরঝির হাওয়া।
তুমি আমার আঁধার রাতের
জোনাকির মিটমিট আলোকচ্ছটা।
তুমি আমার ভালোবাসার দুই
নয়নের প্রশান্তির আলো।
তুমি আমার হৃদয়ের গহিনী
সবাই চেয়ে ভালো ।
তুমি আমার হৃদয়ের
চঞ্চলতার ভালোবাসার অনুভূতি।
তুমি আমার অন্তরের আগলে
রাখা প্রার্থনার মিনতি।
অসাধারণ কবিতা লিখেছেন ভাই।