আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬৯
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
তুমি কল্পনা, তুমি দিবানিশি,
তুমি কুয়াশা,তুমি সুরের বাঁশি।
তুমি সমুদ্রের উপচে পড়া ঢেউ,
মাঝে মাঝে তুমিই বড্ড বেশি অচেনা কেউ।
তুমি চঞ্চলতায় ঘেরা ভালোবাসা,
তুমি স্নিগ্ধতায় ছোঁয়া এক অপরূপ ভাষা।।
লেখিকা
লেখিকার অনুভূতি:
ভালোবাসার মানুষকে ঘিরে ভাবুক হৃদয়ের ভাবনাগুলোই প্রকাশ করা হয়েছে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
অন্ধকারে প্রাণের ভাষা
ব্রজভূমের রাধা
তোমার সঙ্গে আমার জীবন
একটি সুতোয় বাঁধা
যখন আবার মিলন হবে
ফুটবে ভোরের কুঁড়ি
তোমার জন্য করবো আমি
অনেক স্বপ্ন চুরি।
দাম দেব সেই নতুন রাতের
তোমার পাশে বসে
আমার ঠোঁটের মধ্যেখানে
তোমার তারা খসে।
বাহ,দারুণ লিখেছেন দাদা।
তুমি আমার কুয়াশা ভেজা সকালের
নান্দনিক শিশিরের সৌন্দর্য।
তুমি আমার শীতের সকালে
সোনালী মিষ্টি রোদের প্রচ্ছন্ন ।
তুমি আমার পড়ন্ত বিকেলে
দক্ষিণের ঝিরঝির হাওয়া।
তুমি আমার আঁধার রাতের
জোনাকির মিটমিট আলোকচ্ছটা।
তুমি আমার ভালোবাসার দুই
নয়নের প্রশান্তির আলো।
তুমি আমার হৃদয়ের গহিনী
সবাই চেয়ে ভালো ।
তুমি আমার হৃদয়ের
চঞ্চলতার ভালোবাসার অনুভূতি।
তুমি আমার অন্তরের আগলে
রাখা প্রার্থনার মিনতি।
অসাধারণ কবিতা লিখেছেন ভাই।
তুমি ওই দূর আকাশের ঝর্ণা
আমি বয়ে যাওয়া নদী,
তুমি ওই সুন্দর সুনীল আকাশ
আমি ওই আকাশের তারা,
তুমি শীতের সকাল
আমি মিষ্টি রোদের হাসি,
তুমি আবেগ অনুভূতি চঞ্চলতায়
এই জীবনটা যেন পাড়ি দিতে পারি
জীবনভর মিষ্টি ভালবাসায়,
তুমি থাকবে এই হৃদয়ে
ভালোবাসা ছুঁয়ে যায় মনে মনে।
আমার ছোট্ট শহরের তুমি রাজধানী।
আমার কল্পনার রাজ্যে রানী তুমি।
তুমি আমার সকল চাওয়ার মূল।
তুমি আমার মনের বাগানে একটিমাত্র ফুল।
আহা,ভাবিকে নিয়ে কি চমৎকার লাইন গুলি বললেন ভাই।মুগ্ধ আমি মুগ্ধ।
তুমি প্রিয়, তুমি পদ্মফুল,
আমি তোমার স্নিগ্ধতায় ব্যাকুল।
তুমি সরল, তুমি স্নিগ্ধ,
আমি তোমার সরলতায় মুগ্ধ।
তুমি অসীম, তুমি উদার,
আমি তোমার ভালোবাসায় হয়েছি পাহাড়।
তুমি কবিতা, তুমি ছন্দ,
আমি তোমার ভালবাসায় অন্ধ।
তুমি চঞ্চল, তুমি নির্মল,
আমি তোমায় পেয়ে হয়েছি সফল।
তুমি মেঘ, তুমি বৃষ্টি,
আমি তোমার জন্য হয়েছি সৃষ্টি।
দারুন ছন্দ মিল রেখেছেন তো দেখতেছি। চমৎকার হয়েছে আপু।
তুমি কল্পনা, তুমি দিবানিশি,
তুমি কুয়াশা, তুমি সুরের বাঁশি।
তুমি সমুদ্রের উপচে পড়া ঢেউ,
মাঝে মাঝে তুমিই বড্ড বেশি অচেনা কেউ।
তুমি চঞ্চলতায় ঘেরা ভালোবাসা,
তুমি স্নিগ্ধতায় ছোঁয়া এক অপরূপ ভাষা।
তুমি আকাশের অসীম মুক্ততা,
তুমি মেঘের ভেতর ছড়িয়ে থাকা চমক।
তুমি দিনের সূর্য, তুমি রাতের চাঁদ,
তুমি জীবনের অপ্রকাশিত কোন রহস্যে মহি গাঁথা।
তুমি সকল আশা,তুমি সুখের নীড়,
তোমায় নিয়ে মনে থাকে অজস্র স্বপ্নের ভিড়।
তুমি গগনে ওঠা ঐ পূর্ণিমার চাঁদ
তুমি কাছে আসলে পাই প্রকৃত সুখের স্বাদ।
তুমি সন্ধ্যাকাশের ঐ শুকতারা
তোমার তরে মনে পুষি সীমাহীন ভালোবাসা।
তুমি তো আমার জীবনের প্রকৃত চাওয়া
তোমায় ভালোবাসি কত জানে আমার স্রষ্টা।