RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৪
শীতকালীন ট্যুর নিয়ে মজার অনুগল্প।
আমরা চার বন্ধু শীতকালীন ট্যুরে গিয়েছি সমুদ্র সৈকতে। বিকেলে আমরা ছোট নৌকা করে সমুদ্রের মাঝে চলে গেলাম। যাওয়ার সময় আমরা সবাই গরম জামা কাপড় পড়ে নিলাম। আমাদের মাঝে একজন সৌখিন বন্ধু। আমাদের গরম জামা কাপড় দেখে হাসে ঠাট্টা বিদ্রুপ করছে। সে বলছে, আমাদের সবাইকে শীতে উড়িয়ে নিয়ে যাচ্ছে। দেখ আমি শুধু গেঞ্জি গায়ে দিয়ে যাচ্ছি কিসের শীত? আমরা সমুদ্রের মাঝে থাকা অবস্থায় সন্ধ্যা নেমে এলো। হঠাৎ করে সমুদ্র খুব উত্তাল হয়ে উঠলো। প্রচন্ড বেগে শীতল হাওয়া বইছে। শীতল হওয়ার কারণে আমাদের সবার খুব শীত লাগছে। সময় যতো যাচ্ছে শীত ততো বেশি বেড়ে চলেছে। আমাদের সৌখিন বন্ধু শীতে থরথর কাঁপছে। আর আমাদের জড়িয়ে ধরে বলছে বন্ধু আমাকে তোদের একটা গরম জামা দেয় আমাকে শীতে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমরা তখন হেসে উঠে বললাম, তোকে শীতে উড়িয়ে নেবে কেন? দেখ আমরা সমুদ্রের পানিতে নৌকা করে ভেসে ভেসে সমুদ্রের পাড়ে যাচ্ছি। আমরা তো বিমানে করে যাচ্ছি না। তখন সেই কাঁপা কাঁপা কন্ঠে বললো, শীতে উড়িয়ে নিচ্ছে না বন্ধু ঠান্ডা বাতাসে উড়িয়ে নিচ্ছে। সবাই মিলে আমাকে জড়িয়ে ধর। তখন আমরা সবাই বললাম তুই যে মোটা তোকে বাতাসে উড়িয়ে নিবে না। আর যদি উড়িয়ে নেয় তখন আমার তোকে জড়িয়ে ধরবো।