RE: এবিবি ফান প্রশ্ন- ৪৪১ |যখন PUSS COIN এর মার্কেট ডাম্প হয়।তখন মনে কেমন কেমন খেয়াল আসে?
যখন PUSS COIN এর মার্কেট ডাম্প হয় তখন মনে কেমন কেমন খেয়াল আসে?
প্রশ্নকারীঃ
যখন PUSS COIN এর মার্কেট ডাম্প হয় তখন মনে মনে মনে ভাবি যেন PUSS COIN এর মার্কেট আরো বেশি ডাম্প হয় । এখন যতো বেশি মার্কেট ডাম্প হয় ততো বেশি সঞ্চয় করা যাবে 😁💛। মার্কেট প্রথম অবস্থায় যে হারে বৃদ্ধি পেয়েছে এতে করে যারা একেবারে প্রথম অবস্থায় কিনে নাই তারা বেশ হতাশ হয়েছে🤣। এখন তো মার্কেট ডাম্প হলে তারা মহা খুশি। এখন মার্কেট ডাম্প হোক কিছুদিন পর বৃদ্ধি পাক এইটাই মনের ভাবনা 😁।
যারা প্রথম অবস্থায় কিনেছে তারা তো অনেক অনেক বেশি লাভে আছে মার্কেট ডাম্প হলে তাদের সমস্যা নাই। এখন যারা কিনতে পারে নাই তারা কিনে নিবে। PUSS COIN সবার জন্য সুযোগ নিয়ে আসে 🩵💙💜💚।
যখন PUSS COIN এর মার্কেট ডাম্প হলে এখন মনে মনে ভাবি যতটুক সম্ভব ক্রয় করে রাখবো পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করে বিয়ে করে ফেলবো 🥰🤩😍।
এটা সত্যি বলেছেন ভাই পুশ কয়েন সবার জন্য সুযোগ নিয়ে এসেছে। এখন মার্কেট ডাম্প হলে সবার উচিত হবে ক্রয় করে রাখা।