এবিবি ফান প্রশ্ন- ৪৪১ |যখন PUSS COIN এর মার্কেট ডাম্প হয়।তখন মনে কেমন কেমন খেয়াল আসে?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

যখন PUSS COIN এর মার্কেট ডাম্প হয়, তখন মনে কেমন কেমন খেয়াল আসে?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

এ নিয়ে চিন্তাই করিনা,হাহাহা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

8Prrv7p5W83L7oFHxvWZQ5rzoJj7rUGVWQREWBaRkivXoXuxpyVgyWD4umDqVsAAVk5KAoa88GdG3FYbewvzyUiCsbptcQSdE41ogG2Tb1...Cj2Mnk7Y3hrk3PsQUEUpm2FCBc4DVTbWMwmxRKiGDt6LJGp4gL3MTQe7Lcj1Pwf2HSKS3MoHu8pVJ7f7BSfttQdCxDne5kgxLAsHnzyngPTRTsM121ZHG9j47p.png

Sort:  
 last month 

নিজের ক্রয়কৃত সম্পদের দাম কমলে অবশ্যয় খারাপ লাগে। তবে দাদা উপর পূর্ণ ভরসা আছে। তিনি আমাদের সম্পদকে ঠিক রাখতে অনেক পরিশ্রম ও অর্থ ব্যায় করছেন। এ জন্য নো টেনশন।

 29 days ago 

এটা সত্যি বলেছেন ভাই দাদা আর উপর আমাদের সবার পূর্ণ ভরসা আছে তিনি আমাদের সবার এই সম্পদকে অবশ্যই রক্ষা করবেন।

 last month 

যখন PUSS COIN এর মার্কেট ডাম্প হয় তখন মনে কেমন কেমন খেয়াল আসে?

প্রশ্নকারীঃ

যখন PUSS COIN এর মার্কেট ডাম্প হয় তখন মনে মনে মনে ভাবি যেন PUSS COIN এর মার্কেট আরো বেশি ডাম্প হয় । এখন যতো বেশি মার্কেট ডাম্প হয় ততো বেশি সঞ্চয় করা যাবে 😁💛। মার্কেট প্রথম অবস্থায় যে হারে বৃদ্ধি পেয়েছে এতে করে যারা একেবারে প্রথম অবস্থায় কিনে নাই তারা বেশ হতাশ হয়েছে🤣। এখন তো মার্কেট ডাম্প হলে তারা মহা খুশি। এখন মার্কেট ডাম্প হোক কিছুদিন পর বৃদ্ধি পাক এইটাই মনের ভাবনা 😁।

যারা প্রথম অবস্থায় কিনেছে তারা তো অনেক অনেক বেশি লাভে আছে মার্কেট ডাম্প হলে তাদের সমস্যা নাই। এখন যারা কিনতে পারে নাই তারা কিনে নিবে। PUSS COIN সবার জন্য সুযোগ নিয়ে আসে 🩵💙💜💚।

যখন PUSS COIN এর মার্কেট ডাম্প হলে এখন মনে মনে ভাবি যতটুক সম্ভব ক্রয় করে রাখবো পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করে বিয়ে করে ফেলবো 🥰🤩😍।

 29 days ago 

এটা সত্যি বলেছেন ভাই পুশ কয়েন সবার জন্য সুযোগ নিয়ে এসেছে। এখন মার্কেট ডাম্প হলে সবার উচিত হবে ক্রয় করে রাখা।

 last month 

তখন মনে খেয়াল আসে এটাই সুযোগ।হয়তো এই সুযোগ দ্বিতীয়বার আসবে না তাই আরো কিছু পুস ঝটপট কিনে রেখে দিই ভবিষ্যতের জন্য।বিক্রির চিন্তা না থাকলেও কেনার জন্য তো সুযোগ খুঁজতেই পারি তাইনা---☺️☺️.

 29 days ago 

আসলেই দিদি বিক্রি চিন্তা না থাকলেও কেনার জন্য সুযোগ খোঁজাটা যৌক্তিক। আমাদের সবার উচিত এই সময়ে পুশ কিনে হোল্ড করে রাখা।

 29 days ago 

একদম-ই তাই।

 last month 

নিজের গরিবী নিয়ে রাগ উঠে যায়। আফসোস করা শুরু হয়! এমন সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনা বলে শরীর ম্যাজ ম্যাজ করে। পেনাল্টিতে গোল মিস হইলে যেমন লাগে, তেমন লাগে। এখন যে ডাম্পিং চলতেছে, MM এর সমস্যা না হইলে সেটাওতো হইতো না। এমন সুযোগ কাজে লাগাইতে পারি নাই বইলা এমনিতেই মেজাজ হট হইয়া আছে।

 last month 

তখন মন চাই অপ্রয়োজনীয় কিছু জিনিষ বিক্রয় করে আরো কিছু পুশ কয়েন কিনে ফেলি। অপ্রয়োজনীয় জিনিষ ঘরে একটাই আছে, যেটার নাম বললে দ্বিতীয় কারবালা হয়ে যাবে,হা হা হা। 😂🤣

 29 days ago 

ভাই যাই বলেছেন আর কিছু বলিয়েন না যদি বলেন তাহলে জীবন থাকবে কিন্তু জীবনে শান্তি থাকবে না 😁

 last month 

যখন PUSS COIN এর মার্কেট ডাম্প হয়তখন মনে কেমন কেমন খেয়াল আসে?

তখন মনে হয় আবারও পুস কয়েন কেনার সুযোগ পেলাম এবং এই সুযোগে বড়লোক হয়ে যাবো😂😂।

 29 days ago 

ভাই আপনি তো এমনিতেই বড়লোক আর এত বড়লোক হয়ে কি করবেন! আমার তো মনে হয় আপনি মঙ্গল গ্রহে জমি কেনার প্ল্যানিং করছেন 😎

 last month 

যখন PUSS COIN এর মার্কেট ডাম্প হয়, তখন মনে কেমন কেমন খেয়াল আসে?

আমি গরিব মানুষ আমার কোন টেনশন নাই 😎 তাও এমনটা মনে হয় যে, মহাকাশ থেকে ধপাশ করে পৃথিবীতে এসে পড়লাম।

 last month 

গরিবদের জন্য তো তখন বিরিয়ানি খাওয়ার মত অবস্থা 🥰। কেননা তখন অল্প টাকায় অনেকগুলি পুষ কয়েন কেনার সুযোগ পেয়ে যাব। আর বড়লোক হওয়ার তো এটাই চান্স আপু 😁😂।

 last month 

যখন PUSS COIN এর মার্কেট ডাম্প হয়, তখন মনে কেমন কেমন খেয়াল আসে?

ক্রিপ্টোতে আপ ডাউন থাকবে এটাই স্বাভাবিক। আমার নিজেরও কিছু মনে হয় না। ডাউন দিলে আপ ঠিকই দেবে।

 last month 

সাথে সাথে ভাবি আরও খানিকটা কিনি। আর মনে মনে চাই আরও কমে যাক৷ দিলে আরও বেশি কিনব। ওয়ালেটে যাই আর দেখি ওয়ালেটে কেনার টাকা নাই৷ অগত্যা এক গ্লাস জল খাই৷ 😂😂

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90827.60
ETH 3116.50
USDT 1.00
SBD 2.97