You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৩৬০ || বৃষ্টির দিনে অফিস ফাঁকি দেয়ার জন্য কি কি অজুহাত দেয়া যায়? by abb-fun
বৃষ্টির দিনে অফিস ফাঁকি দেয়ার জন্য কি কি অজুহাত দেয়া যায়?
স্যার, ভারী বর্ষণ এবং বজ্রপাতে চারপাশের পরিস্থিতি একেবারে অস্বাভাবিক। বাসা বাড়ির সব তলিয়ে যাচ্ছে। তাই জীবন রক্ষার্থে পরিবার পরিজনকে নিয়ে আশ্রয় কেন্দ্র চলে এসেছি। তাই স্যার, দয়া করে ছুটি মার্জনীয়।
তখন দেখা গেল আপনার অফিসের স্যার, অফিসের অন্যান্য লোকজন নিয়ে সেই আশ্রয় কেন্দ্রেই চলে আসলো এবং সেখানে বসেই অফিসের কার্যক্রম চালালো। 🤭🤭 পরিস্থিতি যাই হোক, অফিস মিস করা যাবে না। 😁😁
জি ভাই, কি আর করার দেহে প্রাণ থাকা পর্যন্ত অফিস করে যেতে হবে। অফিস না করার কোন সুযোগ নেই।
জীবন যুদ্ধে টিকে থাকার জন্য টাকার প্রয়োজন আর টাকা ইনকামের জন্য অফিস তো করে যেতেই হবে ভাই দেহে প্রাণ থাকা পর্যন্ত।
আচ্ছা ভাই অজুহাত দেখানোর জন্য বাড়িতেই কি আশ্রয় কেন্দ্র বানিয়ে নিয়েছেন নাকি 🤔