সত্যি ভাই আপনার পোস্টটি দেখে সে ছোট্টবেলার কথা মনে পড়ে গেল আমার। বর্ষার সেই দিনগুলোতে খুব বেশি স্কুলে যাওয়া হতো না ।বাসায় বসে ভাই বোনেরা মিলে লুডু খেলা হত, আর আম্মু গরম গরম পিঠা ভেজে দিত ,বাদাম ভাজা দিত, বুট ভাজা দিত ,মুড়ি মাখা দিত,খুব মনে পড়ে গেল সেই দিনটি। দিন রাত সেই কালো অন্ধকারে ছেয়ে থাকতো। এখন মনে হচ্ছে যেন আস্তে আস্তে সে বর্ষা কাল গুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে।