এবিবি ফান প্রশ্ন- ৪৭১ | আসন্ন শীতে সুস্থ থাকার টিপস দিন
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আসন্ন শীতে সুস্থ থাকার টিপস দিন...?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
শীত কাল খুবই ভালো লাগে তবে সর্দি কাশি ছাড়া থাকতে পারলে। শীতে সুস্থ থাকার টিপস দিন যাতে আমরা সবাই শীত ভালো কাটাতে পারি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আধা ঘন্টা পরে হলেও বরফে শুয়ে থাকতে হবে 🤔।ফ্রিজআপ করা পানি দিয়ে ডেইলি তিনবার করে গোসল করতে হবে তাহলেই অনেক সুস্থ থাকা যাবে 🤣🤣🤣।
একমাত্র টিপস হল বিয়ে করুন। বাদ বাকি টা বউ সামলে নেবে। স্নান করতে দেরি হলে চিল্লাবে,ঠান্ডা জল খেলে চিল্লাবে।যেটাই করেন চিল্লাবে।ফলে আপনার মন চাইবে চুপচাপ লেপের নিচে বসে থাকতে।আর চুপচাপ লেপের নিচে থাকলে অসুস্থ হবার চান্স নাই। এজন্যই শীতে বিয়ে করুন,সুস্থ থাকুন।
মনে হয় ভালো অভিজ্ঞতাই আছে আপনার। তাহলে তো সবাই বিয়ে করে ফেলবে হাহা।
বেশি বেশি শাক সবজি খেতে হবে। আর প্রতিদিন গোসল করতে হবে। তাহলে সুস্থ থাকা যাবে আশা করা যায়।
রোজ সকালে উঠে স্বামী বা স্ত্রী বা প্রেমিকার সাথে ইচ্ছে করে ঝগড়া করুন। দেখবেন একেবারে গা গরম হয়ে যাবে। রাগে আপনি ফুটবেন। আর সারাদিনে কোন ঠান্ডাই লাগবে না। 🤣🤣🤣
একমাত্র বিয়েই পারে আসন্ন শীতে সবাইকে সুস্থ রাখতে। তাই বিয়ে করুন সুস্থ থাকুন। এই মেসেজটি ১০০ জনকে ফরওয়ার্ড করলে ৭ দিনের মধ্যেই আপনার বিয়ে হবে।😁😁😁
হা হা হা! তবে এসব যুক্তি বিয়ের আগ পর্যন্তই সঠিক মনে হয় ভাই। একজন বিবাহিত বলছি 🫣🫣
তাই নাকি! 😃 বিয়ের পরের এক্সপেরিয়েন্সটা তাহলে ব্যক্ত করুন আমাদের সাথে।
এই যে বিবাহিত হয়েও ঠান্ডা ভালোভাবে না পরতেই ঠান্ডা লাগিয়ে বসে আছি! 🥲🥲
আসন্ন শীতে সুস্থ থাকার 2 টি টিপস মনে পড়ছে আমার,সেটা হলো---
1.প্রথমত প্রতিনিয়ত পুকুরের মধ্যে 1 ঘন্টা সাঁতার কেটে স্নান করতে হবে।তাহলে একগাদা জামাকাপড় পড়ার ফলে শরীরে যে গরমভাব হয় ওটা থাকবে না,শরীর সুস্থ থাকবে।
2.প্রতিদিন সকাল বিকেল কমপক্ষে 5 গ্লাস করে খেজুর গাছের রস পান করুন শরীরে উপকার পাবেন।।☺️☺️
আপনার টিপস গুলো কিন্তু ভালই লাগলো।
☺️☺️
আরিব্বাপরে এটা কি সুস্থ থাকার টিপস দিলেন নাকি আরো বেশি করে অসুস্থ হওয়ার টিপস নিলেন আপু 🤔🤔🤔
শীতকালের সুস্থ থাকার টিপস ভাইয়া☺️☺️.
বিয়ে করতে হবে এবং বউয়ের প্যারা খেয়ে শরীর গরম হয়ে যাবে, আর শীত পালাবে।
তাহলে তো শরীরের আগে মাথাটা বেশি গরম থাকবে ভাই।
বিয়া বিয়া নেয়ামত করলে কেয়ামত। বউয়ের হাতে ক্ষমতা থাকা আর নিজে উত্তরটা হা হা বলা। এই হচ্ছে বিয়ে।
প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠে একটু খানি হাঁটাহাঁটি করা এবং চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। শীতকালীন সময়ে মোটা কাপড় পরিধান করা, যাতে করে ঠান্ডা লেগে না যায়। সম্ভব হলে প্রতিদিন দুপুর বেলা গোসল করা। শীতকালে গোসলের রুটিন পরিবর্তন করা যাবে না, কেননা শীতকালে গোসলের রুটিন পরিবর্তন করলে অসুস্থ হ ওয়ার সম্ভাবনা অনেক বেশি।
ঠিক বলেছেন সম্ভব হলে প্রতিদিন দুপুর বেলা গোসল করা।
আপনি তো দেখছি দারুন ভেবে সুস্থ থাকার টিপস গুলো দিয়ে দিয়েছেন। ভালো লাগলো আপনার উত্তরটি। রুটিন মাফিক চলাফেরা করা অনেক গুরুত্বপূর্ণ।
আসন্ন শীতে সব সময় সুস্থ থাকতে হলে লেপের ভিতর লুকিয়ে থাকতে হবে। তা না হলে ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়া যাবে না হাহাহা।