Better life with steem || The Diary Game |14 December, 2024 ||
সকাল বেলা |
---|
HELLO▶
everyone
শুভ সকাল 😊 আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ? আমি আজকে আপনাদের মাঝে সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করতে যাচ্ছি তাহলে চল শুরু করা যাক ৷
সকাল সকাল ঘুম ভাঙলো এদিকে বিছানা থেকে উঠতেই মন চাচ্ছে না তারপরও উঠে পড়লাম ৷ তারপর ব্রাশ হাতে নিয়ে বাইরে আসলাম অনেক কুয়াশা আর ঠান্ডা সেজন্য তাড়াহুড়ো করে ব্রাশ করলাম তারপর ফ্রেশ হয়ে চলে আসলাম দোকানে ৷
আজকে আমরা ধান মাড়াই করবো সেজন্য দোকান থেকে তারাহুরো করে নাস্তা খেয়ে আসলাম ৷ এদিকে মেশিন চলে এসেছে আমি তারাতারি করে কাপর পরিবর্তন করে কাজে লেগে পড়লাম ৷
প্রায় ২ বিঘা জমির ধান মাড়াই করলাম তারপর ধান গুলো বস্তায় পরে রাখলাম ৷ কিছু ধান ডেম ছিল আকাশ খারাপ জন্য কিছু ধান ভালো ভাবে না শুকিয়ে বাড়িতে নিয়ে এসে পুন্জি করে রেখে দিয়েছি আর সেই ধান গুলো একটু ডেম সেজন্য ৮ টা বস্তা ধান চটের উপর শুকাতে দিতে হয়েছে ৷
আজকে ধান গুলো শুকাতে হবে খড় পুন্জি দেওয়া হবে না এত গুলো কাজ আমি আর আমার বাবা করতে পারবো বা সেজন্য আগামীকাল কে খড় গুলো পুন্জি করে দিবো ৷
দুপুর বেলা |
---|
দুপুর বেলা ধান গুলো শুকাতে দিয়ে আমি আর আমার বাবা কপি বাড়িতে চলে আসলাম কপি ক্ষেতে লাঙ্গল টেনে দিতে হবে ৷ বাবা লাঙ্গল টানতে শুরু করলো আর আমি যেগুলো কপির গাছ ছোট বা মরে যাওয়ার মত হয়েছে সেসব গাছ গুলো পরিবর্তন করে দিলাম ৷
তারপর ক্ষেতে মধ্যের আল গুলোর ঘাস গুলো নিড়ানি দিলাম ৷ বিকেল হতে হতে কাজ শেষ করে বাড়িতে চলে আসলাম ৷ তারপর ধান গুলো জড়ো করে বস্তায় ভরে বাড়িতে নিয়ে আসলাম ৷
সন্ধ্যা বেলা |
---|
সন্ধ্যা বেলায় বাজারে চলে আসলাম কয়েকদিন আগে আমার এলার্জি হয়েছিল বেশ কয়েকদিন পর এলার্জি থেকে কিছুটা সুস্থ হতে পেরেছি ৷ কিন্তু দুদিন আগে মুসুরের ডাল খেয়েছি সেই মুসুরের ডাল খেয়ে গত রাতে আবার একই ধরনের এলার্জি দেখা দিয়েছে সারারাত হাতের তালু আঙ্গুল চুলকাইতে অবস্থা খারাপ মাঝে মাঝে পুরো হাত লাল হয়ে গেছে কোন রকম ভাবে রাত টা পার করেছিলাম ৷
সেজন্য আগে বাজারে এসে আবার ভালো ভাবে ডাক্তার দেখিয়ে ঔষুধ নিলাম এবারে এন্টিবায়োটিক ঔষুধ নিয়েছি যাতে করে এই এলার্জি থেকে মুক্তি পেতে পারি ৷
এই সর্বপ্রথম আমার জীবনে এলার্জি রোগে দীর্ঘদিন যাবৎ ধরে ভুগতে হলো তাই বুঝতে পারলাম এলার্জি রোগ টা কতটা ভয়ানক ৷
যাই হোক ঔষুধ গুলো নিয়ে চৌরাস্তা এসে সোলা বুট খাইলাম তারপর একটা দোকানে এসে কিছুক্ষণ আড্ডা দিলাম ৷ রাত প্রায় ৮ টা বাজে তাই আর দেরী করলাম না সোজা চলে আসলাম বাড়িতে ৷
তারপর বাড়িতে এসে রাতের খাবার খেয়ে রুমে এসে পোস্ট লিখতে শুরু করে দিলাম ৷ তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
প্রথমত ধন্যবাদ জানাই আপনাকে, এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। ধান মাড়াই করা অনেক কষ্টের ব্যাপার, আর আকাশ মেঘলা থাকলে তা শুকাইতে অনেক দেরি হয় । গ্রামের মানুষরা সত্যিই অনেক পরিশ্রমী হয়, এটা আমি সবসময় বলে থাকি। আর গ্রামের একটা নিয়ম আছে সবাই তাড়াতাড়ি খেয়ে রাতের বেলা ঘুমিয়ে যায়,এবং সকাল ফজরের সময় সবাই উঠে, যার-যার ব্যক্তিগত কাজ শুরু করে। আর ধান সংরক্ষণ করার জন্য একটি ডোল ব্যবহার করা হয়। আমি জানিনা আপনারা এটার নাম কি বলেন কিন্তু আমরা বলে থাকি ডোল।আপনার পোস্টটি পড়ে আমি আরো জানতে পারলাম আপনার এলার্জি হয়েছে। আমার কাছে মনে হয়,
আপনার এলার্জি টা ব্লাড এর সাথে মিশে গেছে।ভাই কোনদিন যদি ঢাকায় আসেন তাহলে কষ্ট করে। পিজি হসপিটালে ডাক্তার দেখাবেন,খুব ভালো মানের চিকিৎসা হয় এই এলার্জির রোগের জন্য। বাংলাদেশের অনেক দূর থেকে মানুষ আছে এই হসপিটালে।
জানি না ভাই যেহেতু রক্ত টেস্ট করা হয় নাই ৷ আর ঢাকা পিজি হসপিটাল নাম করা একটি হসপিটাল যেটা বহুবার শুনেছি ৷ আপনার ভালো একটা উপদেশ পেয়ে নিজেকে অনেক খুশি মনে হচ্ছে যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷