RE: Better life with steem || The Diary Game |14 December, 2024 ||
প্রথমত ধন্যবাদ জানাই আপনাকে, এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। ধান মাড়াই করা অনেক কষ্টের ব্যাপার, আর আকাশ মেঘলা থাকলে তা শুকাইতে অনেক দেরি হয় । গ্রামের মানুষরা সত্যিই অনেক পরিশ্রমী হয়, এটা আমি সবসময় বলে থাকি। আর গ্রামের একটা নিয়ম আছে সবাই তাড়াতাড়ি খেয়ে রাতের বেলা ঘুমিয়ে যায়,এবং সকাল ফজরের সময় সবাই উঠে, যার-যার ব্যক্তিগত কাজ শুরু করে। আর ধান সংরক্ষণ করার জন্য একটি ডোল ব্যবহার করা হয়। আমি জানিনা আপনারা এটার নাম কি বলেন কিন্তু আমরা বলে থাকি ডোল।আপনার পোস্টটি পড়ে আমি আরো জানতে পারলাম আপনার এলার্জি হয়েছে। আমার কাছে মনে হয়,
আপনার এলার্জি টা ব্লাড এর সাথে মিশে গেছে।ভাই কোনদিন যদি ঢাকায় আসেন তাহলে কষ্ট করে। পিজি হসপিটালে ডাক্তার দেখাবেন,খুব ভালো মানের চিকিৎসা হয় এই এলার্জির রোগের জন্য। বাংলাদেশের অনেক দূর থেকে মানুষ আছে এই হসপিটালে।
জানি না ভাই যেহেতু রক্ত টেস্ট করা হয় নাই ৷ আর ঢাকা পিজি হসপিটাল নাম করা একটি হসপিটাল যেটা বহুবার শুনেছি ৷ আপনার ভালো একটা উপদেশ পেয়ে নিজেকে অনেক খুশি মনে হচ্ছে যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷