অজানা ফুলের ফটোগ্রাফি 🌼!!

in Incredible India15 days ago

IMG_20250124_143140.jpg

HELLO▶

Everyone

আমি গত তিন দিন ধরে স্টিমিট প্লাটফর্মে নিয়মিত ভাবে কাজ করতে পারি নি , তার মূল কারণ ছিল বিয়ে বাড়ি এবং তার সাথে শরীরের কিছু অসুস্থতা এই সব মিলিয়ে গত তিন দিন পোস্ট লিখতে পারি নি ৷

তাই আজকে চলে আসলাম আপনাদের অজানা কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ তাহলে চলো শুরু করা যাক ৷

সাধারনত এই ফুলের ছবি গুলো আমাদের দেবীগন্জ শহরের মাঝখানে একটি ফুলের গাছ থেকে তোলা হয়েছে ৷ আর ফুল গুলো আজকে দুপুর বেলা তোলা হয়েছে ৷

যাই হোক আজকে দুপুর বেলা ঔষুধ নিয়ে আসার জন্য দেবীগন্জ শহরে যাই তারপর হঠাৎ করে বসে বসে থাকতে থাকতে এই ফুলের গাছটি চোখে পড়ে আর গাছটি একটু লম্বা হলেও গাছের ডালপালা গুলো বেশ একটা নিচেই ছিল সেজন্য ফুলের ছবি গুলো অনেক সুন্দর ভাবে তুলতে পেরেছি ৷

IMG_20250124_144009.jpg

ফুল গাছের ফুলের পাপড়ি গুলো দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় ৷ তারপর ফুলের রং গুলো দেখতে অনেক টা লাল রঙের মত আর পাপড়ি গুলো বেশ চিকন এবং ঘন ৷ আর ফুল গাছের প্রতিটি ডালে বেশ ফুল ধরেছে সেজন্য পুরো গাছ টিকে লক্ষ্য করলে আরো অনেক সুন্দর লাগে ৷

যাই হোক এই ফুলের কি নাম হতে পারে তা আমার জানা নেই তবে যদি আপনাদের মাঝে কেউ এই ফুল গুলো চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷

IMG_20250124_144333.jpg

ফুল গুলো যখন ছোট অবস্থায় থাকে তখন ফুল গুলো এমন দেখতে লাগে আর যখন আস্তে আস্তে বড় হতে থাকে তাহলে ফুলের পাপড়ি গুলো লম্বা এবং ফুলে উঠে এতে করে ফুলের সৌন্দর্যতা আরো বৃদ্ধি পেতে থাকে ৷

তবে এই ফুল গুলো শীতকালে দেখা যায় আর গ্রীস্মকাল এই ফুল গাছের পাতা গুলো ঝরে পরে যায় সেজন্য শীতকালে নতুন পাতা গজিয়ে শীতকালের শুরু থেকেই ফুল ফোটা শুরু করে দেয় ৷

IMG_20250124_144726.jpg

আমার জানামতে এই ফুলের নাম হলো কসমস ফুল তারপরও যদি এই ফুলের অন্যান্য নাম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷

এই কসমস ফুল একটি শীতকালীন ফুল এই ফুল গুলো সচরাচর শীতকালে দেখতে পাওয়া যায় ৷ আসলে আমাদের দেশে এই ফুল গুলো শুধুমাত্র বাড়ির সৌন্দর্যতা ফুটে তোলার জন্য বাড়ির আশে পাশে রোপণ করা হয়ে থাকে ৷

IMG_20250124_144956.jpg

কিন্তু অন্যান্য দেশে এই ফুল গুলো অনেক জমিতে চাষ করে থাকে এবং এই ফুল গুলো সংগ্রহ করে তারা নানা ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করে থাকে ৷

ফুল থেকে তেল এবং নানা ধরনের সুগন্ধি জাতীয় পন্য তৈরি করা হয়ে থাকে ৷ এবং কি কিছু কিছু ফুলের গাছ রয়েছে যেগুলো থেকে ঔষুধ ও তৈরি করা হয়ে থাকে ৷

তো বন্ধুরা আজকে এই ছিল আমার ফুলের ফটোগ্রাফি ৷ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

ধন্যবাদ সবাইকে🙏🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসRedmi note 13 pro +
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png

Sort:  
Loading...
 15 days ago 

বাঃ , ফুলের ফটোগ্রাফি গুলি অসাধারণ লাগছে। প্রথম ফুলের ফটোগ্রাফি টা অসাধারণ হয়েছে ।তবে ফুলটার নাম জানা নেই। আপনার তোলা সমস্ত ফটোগ্রাফি অসাধারণ হয়। শীতকালে বিভিন্ন ধরনের ফুল দেখা যায়। ফুল আমার ভীষণ প্রিয়। সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 14 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

 15 days ago 

এই ফুলগুলো আমি দেখেছিলাম নামও শুনেছিলাম কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না।। এই ফুলগুলো বছরে একবার দেখতে পাওয়া যায় আর যখন ফোটে অসম্ভব সুন্দর লাগে যেটা আপনার পোস্টটে দেখা যাচ্ছে।।

ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ভালো থাকবেন।।

 14 days ago 

আমিও জানি না ভাই এই ফুলের নাম কি তবে ফুল গুলো দেখতে অনেক সুন্দর ৷ সেজন্য আমার ফুলের তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম ৷

ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 14 days ago 

আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পার্সোনালি আমার কাছে কসমস ফুলের ফটোগ্রাফিটা বেশ ভালো লেগেছে। গত বছর আমার দাদু বেশ কিছু কসমস ফুলের চারা কিনে এনেছিল। প্রথম বছর ফুল বেশ কিছু ছাড়ায় ফুল ধরেছিল। কিন্তু বর্ষার কারণে গাছগুলো মারা গেছে।

ভালো থাকবেন দাদা। ভবিষ্যতে এরকম আরো ফটোগ্রাফি পোষ্টের অপেক্ষায় রইলাম।

 13 days ago 

আপনার শেয়ার করা ফুলের ছবি ও তার বর্ণনা খুবই সুন্দর।কসমস ফুলের মুগ্ধকর সৌন্দর্য ও তার শীতকালের আভা খুব ভালো লাগল। আপনার ফটোগ্রাফি এবং ফুলের প্রতি আপনার ভালোবাসা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। গাছটি এবং ফুলগুলোর বিস্তারিত বর্ণনা সত্যিই অনেক শিক্ষণীয়। এমন সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 8 days ago 

প্রথম ফুলের নামটা আমি নিজেও জানিনা তবে দ্বিতীয় ফলের নামটা আমি জানি যেটা আপনি বলেন এটা হচ্ছে কসমস ফুল প্রথম ফুলটা কিন্তু অসাধারণ সুন্দর দ্বিতীয় ফুলের চাইতেও প্রতিটা মানুষের জীবন যদি এই ফুলের মত সুন্দর হতো তাহলে কতই না ভালো হতো তাই না অসংখ্য ধন্যবাদ চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96357.59
ETH 2627.81
USDT 1.00
SBD 2.31