প্রথম ফুলের নামটা আমি নিজেও জানিনা তবে দ্বিতীয় ফলের নামটা আমি জানি যেটা আপনি বলেন এটা হচ্ছে কসমস ফুল প্রথম ফুলটা কিন্তু অসাধারণ সুন্দর দ্বিতীয় ফুলের চাইতেও প্রতিটা মানুষের জীবন যদি এই ফুলের মত সুন্দর হতো তাহলে কতই না ভালো হতো তাই না অসংখ্য ধন্যবাদ চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ভালো থাকবেন।