দক্ষতার মূল্যায়ন

in Incredible India4 months ago

pexels-mumtahina-tanni-1080117-5498713.jpgsrc

আমার পরিচিত এক ভাই, সে আর দশ জনের মত স্বাভাবিক নয়, মুখ বধির আমাদের ভাষায় আমরা যাকে বলি বোবা। সে সব দেখে এবং বোঝে কিন্তু তার সাথে আমাদের মুল পার্থক্য হলো সে কথা বলতে পারেনা। তার এমন প্রতিবন্ধকতাও তার দক্ষতাকে আটকাতে পারেনি কোনোভাবেই। সে আমার এলাকার একটি সুনামধন্য রেস্টুরেন্টে রান্নাবান্নার কাজ করে, তার রান্না করা খাবারের স্বাদের কারণেই রেস্টুরেন্টটি বহুল পরিচিত।

তার দৈনিক ইনকাম একজন সরকারি কর্মচারীর থেকে কোনো অংশে কম নয়৷ এমন একজন মানুষ যদি তার দক্ষতার দ্বারা নিজেকে যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে সমাজের সামনে উপস্থাপন করতে পারে কিন্তু আমরা সব দিক দিয়েই সুস্থ মানুষ, অথচ.......!

বুদ্ধির দাম না থাকলেও দক্ষতার দাম সবসময়৷

pexels-photo-14805033.jpegsrc

আমরা শুধুই নিজেদেরকে শিক্ষিত করতে ব্যস্ত, কিন্তু কতজন দক্ষতাকে লালন করি.....? কতিপয় কিছু সংখ্যক মাত্র। যারা দক্ষতাকে লালন করে তারা অর্জিত দক্ষতার জোড়ে জড়িয়ে যায় যেকোনো কাজে আর অদক্ষদের নামে বেকারত্বের তালিকা ভরিয়ে ফেলি, নিজেদের দায় চাপিয়ে দেই দেশীয় সিস্টেমের উপর৷

এখনকার দিনের শিক্ষা ব্যবস্থারও খানিকটা মেরামত করা প্রয়োজন৷ পুঁথিগতবিদ্যার পাশাপাশি কারিগরি শিক্ষা চালু করা এখন সময়ের দাবি৷ আরেকটি বিষয়, কর্মবিমুখতা কিংবা বেকারত্বের দ্বায় আমাদের পরিবারগুলো কোনোভাবেই এড়াতে পারে না। তারা শুধুই পুঁথিগত বিদ্যা অর্জনে উৎসাহ প্রদান করে কিন্তু পড়াশোনা শেষে যে কর্মস্থানে যোগদান করতে দক্ষতার প্রয়োজন তা অর্জনে উৎসাহ প্রদানে তারা অক্ষম৷

গতকাল আনুমানিক রাত সাড়ে আটটার পর বিশেষ প্রয়োজনে বাহিরে বের হয়েছিলাম। আমি হাঁটছি, একটি মাঝ বয়সি ছেলে আমার পাশকাটিয়ে চলে গেলো। দেখলাম পিঠে একগাদা বই ভর্তি ব্যাগ ঝুলানো, বইয়ের ভারে নুয়ে পড়েছে খানিকটা। আমি বুঝে নিলাম, সে কোচিং থেকে বাড়ি ফিরছে৷ কিন্তু আমার প্রশ্ন হলো, কি হবে এত পড়া গিলে, যদি সেখানে কর্মজ্ঞান না থাকে।


প্রত্যেকটা প্রতিষ্ঠান দক্ষ লোকের কদর বেশি করে৷ ছোট একটি উদাহরণ দিই চলুন......,

গত ইদের পর আমাদের দেশীয় গার্মেন্টস সেক্টরগুলোতে কর্মী নিয়োগ চলেছিলো৷

pexels-chuck-2973392.jpgsrc

সেখানে বেশি শিক্ষিত এবং কম শিক্ষিত উভয় মানুষই ভীড় জমিয়েছিলো। কিন্তু প্রাধান্য পেয়ে শুধু দক্ষরাই, মানে যারা আগে থেকে কাজ জানে। এটাতো বল্লাম শুধু গার্মেন্টস সেক্টরের কথা, বাকি প্রতিষ্ঠানগুলোর ব্যাপার স্যাপার আপনারাই কল্পনা করুন। আমি আগেই বলেছি দক্ষতার মূল্য সার্বজনীন।

বর্তমান বিশ্বে যেকোনো কাজে অসংখ্য প্রতিযোগির সাথে প্রতিযোগিতা করে আমাকে আপনাকে টিকে থাকতে হবে। এক্ষেত্রে দক্ষতা আমাকে আপনাকে সবার থেকে এগিয়ে রাখবে। আর তাই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজে দক্ষতা অর্জনের চেষ্টা আমাদের অন্তরে থাকা আবশ্যক।

আজ বিদায় নিচ্ছি, ভার্চ্যুয়ালি দেখা হবে আবারো।

Sort:  
 4 months ago 

প্রথমেই বলবো আপনি কেমন আছেন, অনেকদিন পর আবারো আমাদের মাঝে এসেছেন দেখে সত্যি অনেক ভালো লাগছে।।

আজকে খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট লিখেছেন।। আসলে দক্ষতা মানুষকে থামিয়ে রাখতে পারে না সে প্রতিবন্ধী হোক বা সুস্থ মানুষ।। শুনে একটু আশ্চর্য হলাম একজন বোবা মানুষ এর ইনকাম সরকারির চাকরির কোন অংশে কম না।। আসলে এই ভাইটা থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে।। এছাড়াও আপনি একটা গার্মেন্টস সেক্টরের উদাহরণ দিয়েছে একদম বাস্তব।।

 4 months ago 

আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন, ভাই???

দক্ষতার চেয়ে বড় অস্ত্র আর পৃথিবীতে নেই। পুঁথিগত বিদ্যা দিয়ে হয়তো মগজ ভরবে কিন্তু কর্মে সবার থেকে এগিয়ে থাকতে দক্ষতার প্রয়োজন।

 4 months ago 

আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই।। একদম সঠিক বলেছেন বিদ্যা দিয়ে মগজ করবে কিন্তু কর্মের সবার চাইতে এগিয়ে দক্ষতা।।

Loading...
 4 months ago 

আসলে আমাদের যদি প্রত্যেকটা কাজের ভিতর অল্প কিছু পরিমাণ দক্ষ থাকে তাহলে আমরা কখনো কোন জায়গায় গিয়ে ঠকবো না, এখানে অবশ্যই যে কাজটি আমাদের হাতে আসবে অবশ্যই সে কাজটি দক্ষতার সঙ্গে করার জন্য চেষ্টা করব।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

মুলত প্রতিযোগিতার এই যুগে নিজেকে টিকিয়ে রাখতে দক্ষতা অর্জনের বিকল্প নেই।

TEAM 3
: Congratulations! This post has been voted through steemcurator05. We support quality posts and good comments.

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQS7DDhuAKf29F7vpHfehVs7pHFahUnqLcwM2PB3MNEg4EjKX9tWcXbGwULVvcqMsuW3g1SbYPy.png

Curated by : @ngoenyi
 4 months ago 

thank you for your support.

 4 months ago 

আমাদের দেশের মানুষ এর মাঝে একটা ধারণা গড়ে উঠেছে পুঁথিগত বিদ্যা অর্জন করতে হবে। ডাক্তার, ইন্জিনিয়ার কিংবা বিসিএস ক্যাডার হতে হবে। কিন্তু এর বাইরেও যে অনেক কিছুই সম্ভব এটা আমরা বুঝেও বুঝতে চাই না।
পুথিগত বিদ্যার বাইরেও কারিগরী দক্ষতা অর্জনের মাধ্যমেও অনেক কিছুই অর্জন করা সম্ভব।

 4 months ago 

ঠিক বলেছেন আপু।

 4 months ago 

পুঁথিগত বিদ্যা অর্জনের দিকে আমরা সকলে ব্যস্ত। সবাই যেন একটা গোলক ধাঁধায় আটকে গেছি। পড়াশোনা করতে হবে একটা চাকরি পেতে হবে এই যেন জীবনের লক্ষ্য। কিন্তু এই চাকরির বাজারে দক্ষতার যে কতটা মূল্যায়ন তা যদি কেউ বোঝে তাহলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি দক্ষতাকেও বৃদ্ধি করবে। বর্তমান পৃথিবীর দক্ষ মানুষের চাহিদা সম্পন্ন। যে জাতি যত বেশি দক্ষ হচ্ছে তারাই তত এগিয়ে। আপনার সেই পরিচিত ভাই যে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না হয়েও দক্ষতাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করছেন সে আমাদের কাছে অনুকরণীয়। খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 4 months ago 

দক্ষ ব্যাক্তির মূল্যায়ন সকল জায়গায় হয়ে থাকে, কোন কাজের দক্ষতা অর্জন করলে সেই কাজের দ্বারা সফল হওয়া সম্ভব, এই জন্য আমাদের সকলকে দক্ষতা অর্জন করতে হবে। শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন করা খুব জরুরী। ধন্যবাদ সুন্দর বিষয় নিয়ে পোস্ট করার জন্য।

 4 months ago 

হুম ভাই ঠিক বলেছেন বুদ্ধি না থাকলেও দক্ষতার পরিচয় দিয়ে জীবনকে অনেক দুর অব্দি নিয়ে যাওয়া সম্ভব ৷ যেটা আজকে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দক্ষতা আসলে কতটা শক্তিশালী হতে পারে ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 91335.22
ETH 3181.67
USDT 1.00
SBD 3.00