পুঁথিগত বিদ্যা অর্জনের দিকে আমরা সকলে ব্যস্ত। সবাই যেন একটা গোলক ধাঁধায় আটকে গেছি। পড়াশোনা করতে হবে একটা চাকরি পেতে হবে এই যেন জীবনের লক্ষ্য। কিন্তু এই চাকরির বাজারে দক্ষতার যে কতটা মূল্যায়ন তা যদি কেউ বোঝে তাহলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি দক্ষতাকেও বৃদ্ধি করবে। বর্তমান পৃথিবীর দক্ষ মানুষের চাহিদা সম্পন্ন। যে জাতি যত বেশি দক্ষ হচ্ছে তারাই তত এগিয়ে। আপনার সেই পরিচিত ভাই যে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না হয়েও দক্ষতাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করছেন সে আমাদের কাছে অনুকরণীয়। খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।