বিড়াল আমারও ভীষণ প্রিয়। তবে আমাদের বাড়িতে বিড়াল নিয়ে কেউ কিছু তেমন কিছু বলে না তবে মাঝে মাঝে বিড়ালগুলো যখন অতিরিক্ত দুষ্টামি করে তখন মা একটু বকাবকি করে। ছোটবেলা থেকে বাড়িতে একটা না একটা বিড়াল থাকে তবে মাঝে কিছুদিন একটাও বিড়াল ছিলো না কিন্তু এখন আবার দুটো বিড়াল রয়েছে।
পরিবারেরই কোনো এক সদস্য যদি নিমন্ত্রণে খাওয়ার জন্য যায় তখন একাই এক অথবা দেড় কেজি মাংস সেঁটে দেন। এটা কিভাবে! অবাক করা ব্যাপার না।
এই কথাটা আমিও অনেকবার ভেবেছি। কিছু লোক বাড়িতে একরকম ভাবে চলে কিন্তু অন্যের বাড়িতে গিয়ে তাদের চাহিদা বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।