You are viewing a single comment's thread from:
RE: "কাতলা মাছের কালিয়া রেসিপি"
যেকোনো রেসিপি মূলক পোস্ট পড়তে বরাবরই আমার খুব ভালো লাগে। মাছ আমার খুব প্রিয়। তবে আমিও আপনার মতে ইলিশ মাছ খেতে সব থেকে বেশি ভালোবাসি। আমার ভীষণ এলার্জি এজন্য ইচ্ছে করলেও চিংড়ি মাছ খেতে পারি না।
আজ আপনি কাতলা মাছের কালিয়া তৈরির রেসিপি তুলে ধরেছেন। সত্যি বলতে আপনার রান্না কিন্তু বেশ লোভনীয় হয়েছে, সম্ভব হলে এখনই রওনা হতাম আপনার বাড়ি। ❤️
ইস্ আপনার লেখা শেষ লাইনটি পড়ে আপ্লুত হলাম। কোনোদিন নিশ্চয়ই দেখা হবে আমাদের। তখন নিজের রান্না করা কোনো না কোনো পদ খাওয়ানো চেষ্টা করবো। চিংড়ি মাছ এলার্জির ভয়ে অনেকেই খেতে পারে না। তবে ভাগ্যিস আমি সেই দলে নই। খাওয়ার মধ্যে খাই দুটো মাছ, এলার্জির কারনে যদি একটা বাদ দিতে হয় তাহলে অন্যটিও খাওয়া হবে না, কারন ওর দাম শুনলে হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়ে যায় 😃। ভালো থাকবেন।