When you don't have the time and mood to go out for shopping! (ঘরে বসে কেনাকাটা)🛍️

in Incredible India2 days ago
1000041492.png

সময়ের অভাব হোক অথবা ইচ্ছের অভাব কখনও কখনও প্রয়োজন থাকলেও বাইরে যেতে ইচ্ছে করে না!

দু'দিন আগেই বেড়িয়েছিলাম অন্য কাজে, আর যেহেতু একা হাতে সবদিক সামলাতে হয়, প্রায় সময় সময় কম পড়ে যায় নিজের ভাগে!

আর ঠিক সেই কারণে বাজার, কাটা-বাটা, রান্নার বিষয়গুলো তিনবেলার মধ্যে দু'বেলাই এখন আর করবার সময় পাই না।

গতকাল, আমার বাড়িওয়ালা ফোন করেছিলেন কেমন আছি খবর নিতে, কথায় কথায় আমার দৈনন্দিন জীবন যাপনের কথা শুনে বেশ অবাক হয়ে বললেন, এটা একেবারেই সঠিক নয়।

আসলে মানুষটা আমার প্রায় পিতৃতুল্য, এমনকি একদিন যখন আমার প্রায় ডাক্তারের চেম্বার পর্জন্ত পৌঁছনোর ক্ষমতা ছিল না, এবং ডাক্তার আমার পরিস্থিতি দেখে জানতে চেয়েছিলেন, ওই অবস্থায় একা কেনো গেছি? কেনো সঙ্গে বাড়িয়ে কেউ আসেনি?

আমি জানিয়েছিলাম আমার কেউ নেই! আমি একা!
সেই সময় আমি ডাক্তারের কাছে বসে বাড়িওয়ালাকে ফোন করেছিলেন, উনি চাকরি সূত্রে নামকরা ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন, কাজেই আমার ফোন পাবার পর ডাক্তারের চেম্বারে পৌঁছতেই ডাক্তার ওনাকে চিনতে পেরেছিলেন, এবং আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি যে বললে তোমার কেউ নেই!

তখন আমার বাড়িওয়ালা ডাক্তারকে জানিয়েছিলেন, আমি ওনার ফ্ল্যাটে ভাড়া থাকি, ওর সত্যি কেউ নেই! তারপর থেকে উনি মাঝেমধ্যে ফোন করে আমার খোঁজ নেন।

যাইহোক, সম্পর্ক রক্তের বাইরেও খাঁটি হয়।
আজকে, ভাবলাম অল্প কিছু জিনিষ কিনে রাখি, যেগুলো শরীরের জন্য ভালো পাশাপশি প্রয়োজন এবং আমার সময় সাশ্রয় করতে সক্ষম।

মানে ওই রান্নার বিষয়গুলো নিয়ে সময় অতিবাহিত করবার হাত থেকে একটু নিস্তার দেবে।

তবে, কেনাকাটার মধ্যে ম্যাগী একেবারেই ভালো নয় স্বাস্থ্যের জন্য, সেটা জেনেও আমার কিছু করার থাকে না।

বেশিরভাগ দিন রাত্রে অতি সহজে খাবার হিসেবে ওটাকেই বেছে নিতে হয়! কার ইচ্ছে করে রাত দুটো কখনও কখনও আড়াইটার সময় খাবার রান্না করে খেতে।

আজকে বৃহস্পতিবার কাজেই, ফোন পর্ব সেরে ঘরের কাজ মিটিয়ে, যখন পুজো সেরে উঠলাম, তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বেলা সাড়ে তিনটে বেজে গেছে।

এখন শীতের বেলা, কাজেই খুব তাড়াতাড়ি সূর্য্য মামা বিদায় জানিয়ে অন্ধকারে চতুর্দিক আচ্ছন্ন করে চলে যায়!

তাই ভাবলাম, ওই সময় বসে কিছু মন্তব্য করা যাক, অনেকের মন্তব্যের উত্তর সঠিক সময়ে দিতে না পারার একটা খেদ থাকেই কিন্তু ওটা আমার অনিচ্ছাকৃত ভুল!

এরপর পোস্ট পড়তে গিয়ে লেখা ভালো লাগলে, সেখানেও মন্তব্য করার হাত থেকে বিরত রাখতে পারি না!

আবার অন্য ভাষায় লেখা পড়ে তার উত্তর দিতে বেশ খানেক সময় অতিবাহিত করেছি আজকে, কারণ কিছু মানুষের শারীরিক অবস্থা জানতে মন্তব্য করেছি;
কারোর সুন্দর লেখায় মন্তব্য, তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি করে।

তবে কাজটি করতে করতে দেখলাম কখন যেন আমাকে না জানিয়ে অস্তমিত হয়েছে রবি মামা।
দিনগুলো কেমন যেন এক্ পলকেই শেষ হয়ে যাচ্ছে, এই সবে বছর শুরু হলো, আর এক্ মাসের মধ্যেই একটা গোটা বছর শেষ হয়ে যাবে!

বিকেলের চা খেতে খেতে ভাবলাম কিছু জিনিষ অনলাইন থেকে কিনে নেওয়া যাক!

1000041477.jpg
1000041478.jpg

যেমন ভাবা তেমন কাজ, তবে আজকে মানে ২১ শে নভেম্বর ঠিক করলাম ব্লিঙ্কিট অ্যাপ থেকে জিনিষগুলো অর্ডার করবো! এরা সবচাইতে কম অঙ্কের অর্ডার অনেকসময় ফ্রীতে ডেলিভার করে, সেটা অবশ্য অর্ডার করার সময় দেখে নিতে হয়।

অন্যান্য অনেক অ্যাপ আছে যেখানে একটি নির্দিষ্ট অঙ্কের জিনিষ অর্ডার করলে ফ্রী ডেলিভারি দিয়ে থাকে।

খুব বেশি পুরোনো নয়, এই অনলাইন অ্যাপের বয়স, যিনি জোমাটো কোম্পানির মালিক এটিও তারই কোম্পানি।
তার সফলতার ইতিহাস বেশ মজার আরেকদিন ভাগ করে নেবো।

আজকে যে কয়েকটি জিনিষ অর্ডার করেছি, এখন সেগুলোই আপনাদের সাথে ভারতীয় মূল্য সহ বর্তমান স্টিমিট মূল্য সহ তুলে ধরছি।

দ্রব্যের ছবি

ভারতীয় মূল্য

স্টিমিট মূল্য

1000041483.jpg
1.চিয়া দানা(200g)
Rs.19911steem
1000041480.jpg
2.মধূ (250g)
Rs.1256.91 steem
1000041482.jpg
3.চিনেবাদাম (200g)
Rs.553.04steem
1000041481.jpg
4.মাখন(চিপ্লেটস 10g×10)
Rs.703.87 steem
1000029289.jpg
5.ম্যাগী(70g×12)
Rs.1689.29steem
1000041494.jpg
6.মাথার তেল(200ml)
Rs.40922.61steem
সর্বমোট খরচ
Rs.1,02656.72 steem
  • অনলাইনের একটি ভালো দিক অনেককিছু যেগুলো সাধারণত পাড়ায় থাকা দোকানে পাওয়া যায় না, সেগুলো পাওয়া যায়।

  • আরেকটি বিষয় হলো কিছু নির্ধারিত জিনিষ যেগুলো আমি ব্যবহার করি পাওয়া মুশকিল হয়ে যায় অনেক সময়, সে দিক থেকে এদের কালেকশন অধিক হবার কারণে পাওয়া যায়!

যেদিক গুলো একটু অপছন্দের:-

  • প্রায় সময় প্রয়োজনীয় জিনিসের মূল্য বাজার দরের চাইতে খানিক বেশি থাকে!

  • বেশ কিছু অ্যাপের রিটার্ন পলিসি ভালো হলেও অনেকের ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে ঝামেলায় পড়তে হয়!

যেকোনো জিনিষ অর্ডার করবার বেশকিছু প্রয়োজনীয় বিষয় পড়ে নিয়ে অন্যান্য অ্যাপের সাথে তুলনা করেই অর্ডার করা ভালো বলে আমার মনে হয়।

1000041506.jpg
(আজকের নৈশভোজ)

গতকাল কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, বিকেলের চা খাবে পর সেগুলো সেদ্ধ করে রেখেছিলাম;
লেখায় মন্তব্য করতে করতে!
কাজেই, আজকের নৈশ্যভোজ সেগুলো দিয়ে করেই আরো একটা দিনের সমাপ্তি ঘটবে।

আমি এখন খাবার এর জন্য বাঁচি না, বেঁচে থাকতে হবে কোনোরকমে, তাই খাই বলা যায়!

1000010907.gif

1000010906.gif

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Loading...
Loading...
 yesterday 

কিছুদিন আগেও আমি চিয়া দানা কিনছি তবে ঠিকমতো ভিজিয়ে খাবার যে সময় পাইনা প্রায় একমাস হলো কিনছি এখনো ১০০ গ্রাম খেয়ে শেষ করতে পারি নাই। ওই যে কথায় আছে গাফিলতা।

অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা কিছুটা আছে তবে মালয়েশিয়াতে খুব একটা প্রতারণার শিকার হয় নাই। মাঝে মধ্যে অনলাইনে স্বল্প মূল্যে অনেক জিনিস পাওয়া যায় যেটা বাজার দামের চেয়েও অনেক কম।

বিশেষ করে আপনি যে চিয়া দানা কিনছেন ১৯৯ রুপি দিয়ে আপনি লাভ করছেন। আমি কিনছি মালয়েশিয়ার ২৮ রিঙ্গিত দিয়ে 500 গ্রাম।

IMG_20241122_190043.jpg

যাই হোক শুধু কিনে আমার মত ঘরের ভেতর রেখে দিয়েন না তাহলে কিন্তু শরীর শরীরে জায়গায় থেকে যাবে সময় মত সবকিছুই খেয়েন।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.21
JST 0.036
BTC 98534.33
ETH 3364.06
USDT 1.00
SBD 3.16