You are viewing a single comment's thread from:

RE: When you don't have the time and mood to go out for shopping! (ঘরে বসে কেনাকাটা)🛍️

in Incredible India3 months ago

কিছুদিন আগেও আমি চিয়া দানা কিনছি তবে ঠিকমতো ভিজিয়ে খাবার যে সময় পাইনা প্রায় একমাস হলো কিনছি এখনো ১০০ গ্রাম খেয়ে শেষ করতে পারি নাই। ওই যে কথায় আছে গাফিলতা।

অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা কিছুটা আছে তবে মালয়েশিয়াতে খুব একটা প্রতারণার শিকার হয় নাই। মাঝে মধ্যে অনলাইনে স্বল্প মূল্যে অনেক জিনিস পাওয়া যায় যেটা বাজার দামের চেয়েও অনেক কম।

বিশেষ করে আপনি যে চিয়া দানা কিনছেন ১৯৯ রুপি দিয়ে আপনি লাভ করছেন। আমি কিনছি মালয়েশিয়ার ২৮ রিঙ্গিত দিয়ে 500 গ্রাম।

IMG_20241122_190043.jpg

যাই হোক শুধু কিনে আমার মত ঘরের ভেতর রেখে দিয়েন না তাহলে কিন্তু শরীর শরীরে জায়গায় থেকে যাবে সময় মত সবকিছুই খেয়েন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96086.25
ETH 2615.46
USDT 1.00
SBD 2.59