কেউ অনৈতিক কাজ করছে বলে নিজের লেখার গুণমান নিম্নমুখী হবে, এটা কখনই অভিপ্রেত নয়।
এমনটা নয়, কেবলমাত্র আপনি এই অনভিপ্রেত পরিস্থিতির শিকার, আমার পুরোনো পোস্ট দেখলে বুঝবেন, অসাধু মানুষ আমার ধৈর্য্য তথা সহ্যকে খুব একটা আচর কাটতে কোনোদিন পারে নি!
আমি আগেও বিশ্বাসী ছিলাম একজন অলক্ষে সকলের কার্য্য পর্যবেক্ষণ করছেন, তথা মনের কুৎসিত রুপ দেখছেন;
কাজেই, সেই সকল কিট রুপি মানুষের অনৈতিকতা পায়ে দলে এগিয়ে যাবার সাহসিকতা দেখানোটাই আসলে সঠিক যোগ্যতায় সামিল।
শত্রু আর মিত্রের মধ্যে পার্থক্য একজন ক্ষতি করতে সিদ্ধহস্ত, অপরজন শত্রুর মঙ্গল কামনা করে।
যাইহোক, আপনার লেখা পড়ে আমি বুঝেছি এটা আপনার যোগ্যতা অনুযায়ী লেখা নয়, তাই আমার মতামত পোষণ করলাম। অবশ্যই বাকিটা আপনার বিষয়। @piya3
আপনার উপস্থিতি দেখে খুব ভালো লাগলো দিদি। অবশ্যই, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো।