Clutter! (poetry)- নৈরাজ্য! (কবিতা)

in Incredible India2 months ago
1000035923.jpg

Clutter - নৈরাজ্য!

অধরা আজও সত্য সঙ্গে সততা;
বেঁচে আছে কেবল মিথ্যে,আর দ্বিচারিতা!

ক্ষমতার দম্ভে কাঁপছে আজ সমগ্র ধরা;
চোখ ফেরালে যুদ্ধ কেবল, একটু দৃষ্টি ফেরা!

অরাজকতায় ধুঁকছে,
মানুষ তথা, ধুঁকছে বহু দেশ;
তোয়াক্যা নেই কারোর,
আমার জীবন তো চলছে বেশ!

নিজে থাকলে ভালো,
আর কি যায় আসে?
আর কিছু থাক বা নাই থাক,
ক্ষমতা আছে তো পাশে!

ক্ষণিকের জীবনে কেবল
নিজে ভালো থাকাটাই শেষ কথা!
বাকিসব হোক ধুলিস্যাৎ
নেইকো মাথা ব্যাথা!

অন্যের বিপদে আজ হাসে ক্ষমতাবান;
সময় যে পরিবর্তনশীল, হচ্ছে আগুয়ান!

সমাজ থেকে যা কিছু পাওয়া
সমাজ ঠিক ফিরিয়ে নেয়,
সেই শিক্ষাটা আজ আর
কেউ কি কাউকে দেয়?

দেখেছি বহু ক্ষমতাকে
মুহূর্তে নস্যাৎ হতে;
দেখেছি সময়ের সাথে
বহু দর্পচূর্ণ হতে!

সময় এগুচ্ছে ধ্বংসের হাত ধরে;
মিলাতে অঙ্ক হচ্ছে হাজির,
এক্ পা দু'পা করে!

এই প্রহসন, স্বেচ্ছাচারিতার
একদিন অবসান হবেই;
সকল শিক্ষা, গীতার বাণী
স্বার্থক হবে তবেই।

ক্ষমতার মায়া, অর্থের দর্পে
স্বেচ্ছাচারিতা করে;
ভেবেছো পার পাবে তুমি,
তোমার ক্ষমতার জোরে?

আজ মরলে কাল দুদিন
রাখবে না মনে কেউ;
মুছে দিয়ে যাবে চোখের জল,
আসলে জোয়ারের ঢেউ!

জীবনটা জোয়ার ভাটার খেলা,
অবস্থানের পরিবর্তন দেখার পালা!

চিরস্মরণীয় মুষ্টিমেয় যাদের অভিপ্রায়;
শান্তির বার্তা, নিরহংকার ভাবে
যারা সমাজ গড়ে যায়!



1000035524.jpg

বর্তমান সামাজিক প্রেক্ষাপটে দাড়িয়ে আজকে একটি কবিতা লেখার প্রয়াস করেছি।

পৃথিবীর বেশিরভাগ দেশ আজ অশান্ত! এটার পিছনের অন্যতম কারণ ক্ষমতার অপপ্রয়োগ, পাশাপশি মানুষের আত্মকেন্দ্রিকতা আর ঠিক সেই করণস্বরূপ আজকে অশান্ত বহু দেশ তথা সমাজ।

খবরের দিকে নজর দিলে দেখা যায়, একাধিক দেশে চলছে দ্বন্দ্ব কারণ ভিন্ন হলেও।
এর পিছনের কারণ দেশের উন্নতির চাইতেও নিজের ক্ষমতা বৃদ্ধি তথা প্রদর্শন।

IMG_20240920_015214.jpg
IMG_20240920_015225.jpg
IMG_20240920_015202.jpg

সাধারণ মানুষ যারা দিন খেটে সামান্য উপার্জন করেন, আমার মনে হয়না তারা এই অশান্ত পরিবেশ মন থেকে মেনে নিতে পারেন, কারণ কোথাও না কোথাও এর ফল সবচাইতে বেশি ভোগ করতে হয় তাদেরকে।

পেট তো আর কথা শোনে না, বোঝে না সমাজে কি চলছে! বাড়িতে পরিবার চেয়ে থাকে কখন খাবারের যোগান দেবে বাড়ির উপার্জিত ব্যাক্তি।

এদিকে যাদের হাতে ক্ষমতা তারা যে সাধারণ মানুষকে প্রতিনিয়ত বোকা বানিয়ে নিজের ঝোলা ভর্তি করতে সিদ্ধহস্ত সেটা কতজন বোঝেন।

গতকালের লেখায় উল্লেখ করেছিলাম, ক্ষমতা নিয়ে আসে দায়িত্ব। যদি সেটা বেসামাল হয়ে পড়ে তাহলে ক্ষমতায় থাকা মানুষদের কিছুই যায় আসে না, বিপদে পড়তে হয় সাধারণ দিন আনা, দিন খাটা মানুষদের।

তবে, সাধারণ মানুষকে বোধহয় বেশিদিন বোকা বানিয়ে রাখা সম্ভব নয়, তারা সময়ের প্রতীক্ষায় থাকে, কারণ তাদের জানা, জীবনের মত ক্ষমতাও স্থায়ী হয়না যদি তার সঠিক প্রয়োগ না করা হয়।

অযথা, কাউকে নিচু করা, অথবা সত্যকে বেশিদিন চাপা দিয়ে রাখা সম্ভব নয়।
তাই আজ প্রকৃতিতে প্রতিনিয়ত দুর্যোগের আবির্ভাব, কারণ আজকে সে অনুভব করছে উন্নত সমাজ, ভুল মানুষের হাতে ক্ষমতা তার জন্য ক্ষতিকারক।

আমার মনে আছে এক্ সময় বেশ প্রচার হয়েছিল ২০১২ সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে! সেটার ভিত্তিস্তর সৃষ্টি শুরু হয়ে গেছে, আর ডায়নোসরের মত মানবজাতি মুছে গেলেই বোধহয় প্রকৃতির ভারসাম্য আবার ফিরে আসবে।

সম্পূর্ণ নিজস্ব অভিমত ব্যক্ত করলাম, সহমত পোষণ এর আশা না করেই।

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...
 2 months ago 

সত্যি কথা বলতে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনার লেখাটা একদমই সময়োপযোগী। আমি তো এখানে কিছু বিষয় দেখেই অবাক যে নিজের এবং নিজের পরিবারের সকালের আহারের ব্যবস্থা নেই, অথচ অন্যদেশ এবং অন্যের অনর্থ করতেই অতিব্যস্ত স্বার্থপর কিছু মানুষ। আবার কেউবা ক্ষমতার অপব্যবহারে লিপ্ত।

যদি সেটা বেসামাল হয়ে পড়ে তাহলে ক্ষমতায় থাকা মানুষদের কিছুই যায় আসে না, বিপদে পড়তে হয় সাধারণ দিন আনা, দিন খাটা মানুষদের।

এই অংশটুকু আমি এ জন্যই তুলে নিয়েছি কারণ কিছু সাধারণ মানুষের অভাবের তাড়নায় এখন অসৎ কাজকে তাঁদের জীবন জীবিকার জন্য বেছে নিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও হচ্ছে অতি সাধারণ ও খেটে খাওয়া মানুষ গুলো এবং এটা আমার দেখা বর্তমানের বাস্তব পরিস্থিতি।

 2 months ago 

বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ক্ষমতার লোভে পড়ে আছে, আর যারা ক্ষমতায় আছে তারা সেটার অপব্যবহার করতেই ব্যস্ত, ক্ষমতার লোভ আর ক্ষমতার অপব্যবহার এই কারণেই মূলত বিভিন্ন দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এর দ্বারা সাধারণ খেটে খাওয়া মানুষদের অনেক বেশি কষ্ট হচ্ছে, এটা যেন বলার কেউ নেই, সময় উপযোগী পোস্টটা পড়ে খুব ভালো লাগলো।

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

TEAM 4

Congratulations! Your post has been upvoted through steemcurator06. Good post here should be..


post1.png

Curated by : @jyoti-thelight
 2 months ago 

Thank you my friend @jyoti-thelight for this encouraging support 😊

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91309.99
ETH 3150.55
USDT 1.00
SBD 2.89