You are viewing a single comment's thread from:
RE: Clutter! (poetry)- নৈরাজ্য! (কবিতা)
সত্যি কথা বলতে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনার লেখাটা একদমই সময়োপযোগী। আমি তো এখানে কিছু বিষয় দেখেই অবাক যে নিজের এবং নিজের পরিবারের সকালের আহারের ব্যবস্থা নেই, অথচ অন্যদেশ এবং অন্যের অনর্থ করতেই অতিব্যস্ত স্বার্থপর কিছু মানুষ। আবার কেউবা ক্ষমতার অপব্যবহারে লিপ্ত।
যদি সেটা বেসামাল হয়ে পড়ে তাহলে ক্ষমতায় থাকা মানুষদের কিছুই যায় আসে না, বিপদে পড়তে হয় সাধারণ দিন আনা, দিন খাটা মানুষদের।
এই অংশটুকু আমি এ জন্যই তুলে নিয়েছি কারণ কিছু সাধারণ মানুষের অভাবের তাড়নায় এখন অসৎ কাজকে তাঁদের জীবন জীবিকার জন্য বেছে নিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও হচ্ছে অতি সাধারণ ও খেটে খাওয়া মানুষ গুলো এবং এটা আমার দেখা বর্তমানের বাস্তব পরিস্থিতি।