You are viewing a single comment's thread from:

RE: দীর্ঘ নয় মাসের জার্নি শেষ করে, নবজাতক কে দেখে নিজের অজান্তেই শান্তি পেলাম।

in Incredible India5 days ago

বাবাটার জন্য প্রথমেই অনেক অনেক ভালোবাসা ও আদর রইলো ।দোয়া করি বড় হয়ে একজন ভালো মানুষ যেন হয়।
একদম ঠিক বলেছেন ,ওটির ভেতরে ঢোকার মূহুর্তটা আসলেই খানিকটা ভয়ের ।আমার দুই ছেলেই সিজারিয়ান বেবি।তাই এই জার্নিটা আমিও পার করে এসেছি ।
মা হওয়াটা মুখের কথা না ।এর জন্য শারীরিক ও মানসিক অনেক ধকল যায়।এসময়ে কাছের মানুষগুলোর ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ ।
মা ও ছেলে দুজনেই ভালো থাকুন এই দোয়া করি ।

Sort:  
 4 days ago 

একদম ঠিক তাই মা হওয়া মুখের কথা নয়, শারীরিক ও মানসিক যে ধকল যায় তা শুধু সে মা টা এই জানে, যদিও বর্তমান সময় সবকিছু উন্নত তবে সিজারিয়ান পদ্ধতি মানেই, সারা জীবন নিজেকে কষ্ট ভোগ করতে করতে বেঁচে থাকতে হয়, যাইহোক ধন্যবাদ খুব সুন্দর একটা মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.25
JST 0.035
BTC 98238.16
ETH 2752.06
SBD 0.69