কথার পরিধি আসলেই বৃহৎ। আমার মা বলতো কথা হলো তীরের মতো, একবার বের হয়ে গেলে তাকে ফেরানো সম্ভব হয় না। তাই বুঝে শুনে কথা বলবি।
আর এই কথা নিয়েই ঝগড়াঝাটি লেগেই থাকে। চুপ থাকলে বেশির ভাগ ক্ষেত্রেই এড়ানো যায়।
তবে কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকলে ফলাফল হীতে বিপরীত হতে পারে। মানুষ পেয়ে বসবে। তাই জায়গা বুঝে চুপ থাকা এবং কথা বলা উচিত।
ভালো লাগলো আপনার আজকের লেখা পড়ে।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।