You are viewing a single comment's thread from:

RE: অন্যের পরিস্থিতি উপলব্ধি করতে হলে, একই পথে হাঁটার অভিজ্ঞতা থাকতে হবে।

in Incredible India11 months ago

পৃথিবীতে সবচেয়ে সহজ কাজগুলোর মাঝে একটা হলো কোন কিছু সম্পর্কে একটা ধারনা করা আরকটা হলো ভালোমতো কিছু না জেনে অন্যের দিকে সমালোচনার আঙুল তোলা।
প্রতিটি মানুষেরই নিজস্ব কিছু সমস্যা কস্টবোধ থাকে।এটা বাইরে থেকে একদমই বোঝা যায় না।যতক্ষন পর্যন্ত সেইখানে নিজে না দাড়ানো যায়।
পরিবারের সদস্যরা সবসময়ই নিজেদের পরিবারের সদস্যদের আগলে রাখে। বিশেষ করে বাবা মায়েরা।আমি নিজে একজন মা হিসেবে বলতে পারি যে,অনেক সময়ই বাচ্চারা অনেক কিছু বলে ফেলে কিংবা এমন কোন আচরণ করে, সেটা যে আমাকে কস্ট দেয় না এমন না।যদিও আমি ওই সময়টা চুপ থাকলেও পরবর্তী সময়ে এটা নিয়ে কথা বলি এবং জানতে চাই যে তুমি যে এই আচরণ তখন করলে এটা ঠিক আছে কিনা?
কিন্তু এই কাজটা খুব কম বাবা মাই করে থাকেন।সাথে সাথে বাবা মায়েরদের একটা স্বভাব থাকে বাচচার দোষ ঢেকে নেয়া।এটা অতিরিক্ত ভালোবাসা থেকেই করে থাকেন। যদিও এই জিনিসটা সাময়িকভাবে বাচচাকে অন্যদের নজরে ভালো করলেও দীর্ঘমেয়াদি ক্ষতি করে থাকে।
আর এই ক্ষতির জন্য আমরা নিজেরাই দায়ী। পরিবার যেমন ভালো করতে পারে তেমনি ক্ষতিও করগে পারে।সবকিছুর পরেও একা থাকার চেয়ে সবার সাথে থাকাটাকেই বেশি ভালো মনে হয় আমার।আমি ছোট পরিবার থেকে এসে জয়েন্ট পরিবারে এসে পরেছিলাম। তখন ভালো লাগে নাই আমার শুরুতে কিন্তু একটা সময় আমি বুঝতে পারলাম এখানে অসুবিধার চেয়ে সুবিধাই বেশি।
আসলে এটা দৃষ্টিভঙ্গির বিষয়। আমি কিভাবে চিন্তা করছি।
আপনি খুব চমৎকারভাবে আপনার মনের কথাগুলো তোলে ধরেছেন আপনি।
ভালো এবং সুস্থ থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98477.90
ETH 3327.94
USDT 1.00
SBD 3.07