You are viewing a single comment's thread from:

RE: জীবনযুদ্ধের এক অনন্য উদাহরণ! A unique example of courage! - Himani Bundela!

in Incredible India7 days ago

মানুষ চাইলেই সবকিছু জয় করতে পারে। অসম্ভব বলতে পৃথিবীতে কিছুই হয় না।আমাদেরকে সব সময় চেষ্টা চালিয়ে যেতে হবে প্রতিকূল পরিবেশে।

আপনার এরকম পোস্ট দেখলে নিজের মনে আরো অধিক উৎসাহ চলে আসে।আমি প্রায় দেড় বছরের মতো অসুস্থ ছিলাম। ব্ল্যাক ম্যাজিক মানসিক রোগ ইত্যাদি ইত্যাদি সবমিলিয়ে আমার জীবনের বহুকাঙ্খিত জিনিস আমি হারিয়েছি। যার জন্য এখন আমি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারছি না।আমার এরকম অবস্থার জন্য আমার খুব কাছের মানুষ গুলোই দায়ী।

তবে যাই হোক আমি বিশ্বাস করি ভাগ্যের লিখন কেউ কেড়ে নিতে পারে না। আমরা অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96357.59
ETH 2627.81
USDT 1.00
SBD 2.31