You are viewing a single comment's thread from:
RE: Incredible India monthly contest of January #2|The finest and most imperfect decision for my life journey!
ভুল সিদ্ধান্ত না নিলে জীবনের সঠিক শিক্ষা গুলো আসলে অর্জন করা সম্ভব হয় না। আর একবার যে শিক্ষা আমরা নিয়ে নিই, সেই ভুলগুলো হয়তো জীবনে আর করি না। ছোটবেলায় বাবা মায়ের কাছ থেকে পাওয়া শিক্ষাতে আবেগের মূল্যায়ন করার শিক্ষাটাও সামিল ছিলো, আর ঠিক এই কারণেই হয়তো সেই শিক্ষাটাকে কখনো উপেক্ষা করতে পারিনি। কখনো মনে হয় সিদ্ধান্তটা ভুল ছিলো, আবার যখন বাবা মায়ের প্রতি সন্তানের খারাপ আচরণ দেখি, তখন মনে হয় হয়তো অর্থনৈতিক দিক থেকে প্রতিষ্ঠিত হতে পারিনি ঠিকই, তবে সন্তান হিসেবে অন্তত সেই সময় মায়ের পাশে থাকার মতো সিদ্ধান্ত নিতে পেরেছিলাম, এমনটাই বা ক'জন পারে। ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।অবশ্যই আপনার জন্যেও প্রার্থনা রইলো, আপনি আপনার জীবনে করা সকল ভুল থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ভালো থাকবেন।