Incredible India monthly contest of January #2|The finest and most imperfect decision for my life journey!

in Incredible India10 days ago
Black Modern Food Youtube Thumbnail_20250130_021811_0000_021817.png
"Edited by Canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটা অনেক ভালো কেটেছে। অনেকদিন বাদে আজ অংশগ্রহণ করতে চলেছি আমাদের কমিউনিটিতে চলমান কনটেস্টে।

মাঝে অনেকগুলো দিন কোনো কনটেস্টে অংশগ্রহণ করা হয় নি। আশাকরি ইতিমধ্যে আপনারা এই কনটেস্টের সম্পর্কে জেনেছেন এবং অংশগ্রহণ করেছেন। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের বিষয়বস্তুও আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে ভাবে জড়িত।

জীবনের কিছু সিদ্ধান্ত সম্পর্কে আজ আপনাদের সাথে এই পোস্টে অংশগ্রহণের মাধ্যমে আলোচনা করবো। চলুন তাহলে শুরু করি, তবে তার আগে আমি আমন্ত্রণ জানাই @cruzamilcar63, @arjinarahman@sajjadsohan কে, এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্যে।

1672344690977_010726.jpg

"Share some perfect and imperfect decisions you made as of now!"

সত্যি বলতে আমরা আমাদের জীবনে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিয়ে থাকি। পরিস্থিতির সাথে সাথে সিদ্ধান্ত ঠিক হবে না ভুল, সেক্ষেত্রে বয়সটাও কিয়দাংশে দায়ী।

কম বয়সে যখন বাস্তবতা সম্পর্কে আমাদের অভিজ্ঞতা কম থাকে, তখন আমরা জীবনের সিদ্ধান্তগুলো এক রকম ভাবে নিয়ে থাকি। তবে বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করতে করতে, আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করি এবং পরবর্তীতে সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের জীবনের সিদ্ধান্ত নিই।

জীবনে এখনও পর্যন্ত এমন অনেক সিদ্ধান্ত নিয়েছি যেগুলো পরবর্তীতে ভুল প্রমাণ হয়েছে, আবার কিছু সিদ্ধান্ত নিয়েছি যেগুলো হয়তো নেওয়ার সময় ভাবিনি যে, সেগুলোই জীবনের সঠিক সিদ্ধান্ত হবে।

আমার জীবনে একটা ঘটনা যেটা কখনো আমার জন্য সঠিক মনে হয়, আবার কখনো মনে হয় সেটাই জীবনের সব থেকে ভুল সিদ্ধান্ত ছিলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর গ্রাজুয়েশন ভর্তি হওয়ার পর বেশ কিছু চাকরির পরীক্ষা দিই।

তবে চাকরিটা জীবনের ভীষণভাবে দরকার এমনটা ভেবে কিন্তু দিইনি বা তাদের মধ্যে থেকে কোনো একটা পরীক্ষায় পাশ করে চাকরি পেয়ে যাবো এমনটাও প্রত্যাশা করিনি। কারণ জীবনে তখনও অনুভব করিনি পায়ের তলার মাটা শক্ত হওয়া কতখানি প্রয়োজন। মা, বাবা,দিদি সবার আদরের আমার তখন মনে হতো জীবনটা এমন ভাবেই কেটে যাবে। তবে সৌভাগ্যবশত সরকারি চাকরি পেয়ে যাই ফুড কর্পোরেশন।

তবে অ্যাপয়েন্টমেন্ট লেটার আশার বেশ কয়েক মাস আগে থেকে মা শয্যাশায়ী হয়ে পড়েছিলো বোন ক্যান্সারের কারণে। দুই দিদির বিয়ে হয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে ছিলো। চাকরির পরীক্ষায় পাশ করার পর অনেক বেশি আনন্দ হয়েছিলো। তবে দোটনা শুরু হলো যখন জয়েন লেটার হাতে এলো।

মা যেহেতু তখন সম্পূর্ণ আমার উপরে নির্ভরশীল ছিলো, তাই সেই মুহূর্তে চাকরিতে জয়েন হতে দিতে চাইলো না যে মানুষটা এতো কষ্ট করে আমাদের পড়াশোনা শেখালো যখন সে রাজি হলো না। তখন বুঝলাম মা ঠিক কতখানি অসহায় অনুভব করতো সেই সময়।আরও অনেক ভালো চাকরি পাবি এখন পড়াশোনা কর মায়ের এই কথায় মেনে নিলাম।

সকলে বলেছিল এমনিতেও তোর মা বেশি দিন বাঁচবে না, তুই সবকিছু বাদ দিয়ে চাকরিটা জয়েন কর। অনেকে চাকরি পায় না। বয়স কম ছিলো, জীবনে অর্থের প্রয়োজনীয়তা ততটা বুঝিনি। বাস্তবে আদেও মানুষ সম্পর্ক থেকে অর্থকে বেশি মূল্যায়িত করে, তা বোঝার মত জ্ঞান না থাকার কারণে শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে চাকরিতে জয়েন করিনি।

এই সিদ্ধান্তটা নিয়ে যখন আফসোস করি। তবে মায়ের কথা ভাবলে তখন মনে হয় সিদ্ধান্তটি সঠিক ছিলো। কারণ সে সময় আমি মায়ের পাশে ছিলাম। এখন যখন বহু মানুষের ব্যবহার আমার দিকে বদলাতে দেখি, তখন মনে হয় ওর থেকে বড় ভুল ডিসিশন আমার জীবনে নেই।

আমি জীবনের ওই একটাই ডিসিশন যেটা আমার জীবনের গতিপথ পরিবর্তন করে দিতে পারতো, বা বলা ভালো পরিবর্তন করে দিয়েছে। তাই ভালো হোক বা ভুল ঐ একটাই সিদ্ধান্ত নিয়ে আমি জীবনে কখনো খুশি হই, আবার কখনো আফসোসে ডুবে থাকি।

1672344690977_010726.jpg

"Which lessons did you learn from those decisions?"

বহু বছর আগের নেওয়া ঐ সিদ্ধান্ত থেকে আমি শিখেছি জীবনের বাস্তব দিক গুলো নিয়ে ভাবতে গেলে কখনো ইমোশনকে প্রশ্রয় দিতে নেই। এই পৃথিবীতে অর্থের থেকে বড় সম্বল আর কিছু হয় না। অন্ততপক্ষে যদি সম্পর্ক আর অর্থের মধ্যে তুলনা করতে হয়, তাহলে সর্বদাই অর্থের পাল্লা ভারী থাকে। আমাদের সকলের জীবনে কিছু কিছু সুযোগ খুব কম আসে, তাই এই সেই সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য দুবার ভাবতে নেই।

যখন মায়ের কথা ভাবি তখন এটা মনে হয়, আমার মত অনেকেই নিজের জীবনের নিশ্চয়তা ছেড়ে শুধুমাত্র মৃত্যু পথযাত্রী মায়ের সেবা করার সিদ্ধান্ত নিতে পারত না। তাই জীবনে আর কিছু ভালো হোক না হোক, অন্তত মায়ের সাথে কাটানো শেষ দিনগুলো আমার আজীবন পাওনা থাকবে।

1672344690977_010726.jpg

"Share some suggestions that we must think about before making decisions!"

➡️জীবনে এমন অনেক সিদ্ধান্ত আছে যেগুলো নেওয়ার জন্য আমাদের অনেকবার ভেবেচিন্তে নেওয়া উচিত। অনেক সময় আমরা নিজের দুর্বলতা নিজের ভালোবাসার মানুষের কাছে সব সময় প্রকাশ করার চেষ্টা করি, যেটা একেবারেই ভুল। সবসময় নিজের দুর্বলতা প্রকাশ করলে মানুষটা সেই দুর্বলতাকে ব্যবহার করতে পারে, এটা মাথায় রাখা উচিত।

➡️শুধুমাত্র মানসিক দিক থেকে শক্ত হলে চলবে না, জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এটা নিশ্চিত করতে হবে যেন, নিজের পায়ের তলার মাটি শক্ত করার। জীবনের সকল সুযোগকে কাজে লাগাতে হবে, যেন নিজের পায়ের তলার মাটি শক্ত থাকে। অনেক সময় আবেগের বশীভূত হয়ে আমরা জীবনের সিদ্ধান্ত নিয়ে নিই, যেটা একেবারেই অনুচিত।

➡️জীবনে সম্পর্কের মূল্যায়ন করা অবশ্যই শিখতে হবে। তবে মূল্যায়নের আশা সেই সম্পর্ক থেকে করতে হবে, যেখান থেকে আপনারা সমান সম্মান ও ভালোবাসা পাবেন। কারন সম্মান দেখানোর দায়িত্ব সব সময় যদি সম্পর্কে থাকা দুজন মানুষের মধ্যে থাকা একজন মানুষের ওপরে বর্তায়, তাহলে সেই সম্পর্ক একটা সময় দম বন্ধ হয়ে শেষ হয়ে যাবে।

➡️জীবনের অর্থের প্রয়োজন আছে ঠিকই, তবে চাহিদা মেটানোর জন্য অনেকেই আপনাকে অসৎ পথে চালিত করার চেষ্টা করবে। তবে সেখান থেকে আপনাকে ফিরে আসতে হবে এবং সঠিক পথেই চলতে হবে, কারণ গন্তব্য যতই সহজ হোক না কেন তার স্থায়িত্ব কম হবে। তবে সৎ পথে চলতে গেলে কিন্তু সাফল্য সর্বদাই দীর্ঘস্থায়ী হবে, এই কথাটা যদি আপনি বুঝে যান তাহলে কখনোই অসৎ পথে আপনাকে কেউ চালিত করতে পারবে না।

➡️জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমাদের কথা হবে। প্রত্যেকের কাছ থেকে ভালোটুকু শেখার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা ব্যক্তির সাথে পথ চলার অভিজ্ঞতা হবে ভিন্ন। তবে সমস্ত অভিজ্ঞতার মধ্যে থেকে ভালো টুকু নিয়ে নিজের চলার পথ তৈরি করতে হয়, তাহলেই হয়তো জীবনটাকে সঠিক পথে চালিতে করা সম্ভব।

1672344690977_010726.jpg

"Conclusions"

যাইহোক পুরনো সমস্ত সিদ্ধান্তকে বদলানোর ক্ষমতা নেই। তবে প্লাটফর্মে যোগ দেওয়ার সিদ্ধান্ত যখন নিয়েছিলাম, তখন এই প্ল্যাটফর্মের সাথে এত নিবিড় ভাবে যুক্ত থাকতে পারবো এটা ভাবিনি। আজ এটা জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে। তাই জীবনের সব ভালো বা খারাপ পরিস্থিতিতে নিজের অনুভূতি গুলো লেখার অভ্যাসটা ছাড়তে চাই না কখনো।

যে পরিস্থিতিতে আমি এই প্লাটফর্মে যুক্ত থেকেছি, আজ থেকে কয়েক বছর আগে হলে হয়তো এতটা করার মতন মানসিক শক্তি আমার থাকতো না। তাই কোথাও না কোথাও এই প্লাটফর্ম আমাকে অনেকখানি শক্তি দিয়েছে, সাহস যুগিয়েছে, আর অন্যদিকে নিজেকে অনেকখানি আত্ম নির্ভরশীল করতে শিখিয়েছে।

তাই এই প্ল্যাটফর্মের সাথে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি কাছে চির কৃতজ্ঞ অ্যাডমিন ম্যামের কাছে। এই ছিলো আমার নিজস্ব অনুভূতি, যা আমি পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন।

5c08ed51-26dc-462f-94f6-6f9e6e0fa2b4.gif

Sort:  
 9 days ago 

আপনার জীবনের সিদ্ধান্ত নিয়ে এত সুন্দর ও বাস্তবমুখী বিশ্লেষণ সত্যিই প্রশংসার যোগ্য! জীবনের অনেক মুহূর্তেই আমাদের আবেগ ও বাস্তবতার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, আর সেখান থেকেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা নিই।

মায়ের পাশে থাকার জন্য নেওয়া আপনার সিদ্ধান্তটা হয়তো অর্থনৈতিক দিক থেকে কিছুটা কঠিন ছিল, কিন্তু মানসিক শান্তির দিক থেকে অমূল্য। জীবনের বাস্তব শিক্ষা, সম্পর্কের মূল্যায়ন, এবং সিদ্ধান্ত নেওয়ার সময় যুক্তিবাদী হওয়া এসব বিষয়ে আপনার পরামর্শগুলোও দারুণ প্রাসঙ্গিক।

এই কনটেস্টের মাধ্যমে এত সুন্দর ও গভীর অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো।

 8 days ago 

Thank you so much @shiftitamanna sir

 8 days ago 

সত্যি কথা বলতে অর্থনৈতিক দিক থেকে স্বচ্ছল থাকাটা কতটা জরুরী সেটা সেই বয়সে সত্যিই বুঝতে পারিনি। তখন শুধুমাত্র মায়ের জন্য আবেগটাই কাজ করছিল মনের ভিতরে। বাস্তবতার সম্মুখীন হতে হতে বুঝেছি অর্থনৈতিক দিক থেকে স্বচ্ছল হওয়াটা আজকালকার দিনে কতটা বেশি জরুরী। তাই কখনো কখনো আফসোস হয়। তবে আপনি এ কথাটা একদম সঠিক বলেছেন, মায়ের পাশে থাকার ঐ সিদ্ধান্তটা মানসিক শান্তির জন্য সত্যিই অমূল্য। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য, যা পড়ে সত্যিই ভালো লাগলো। ভালো থাকবেন।

 9 days ago 

সিদ্ধান্ত আমাদের জীবনের জন্য খুবই মূল্যবান একটা জিনিস। তবে আমরা যদি সেটা সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলি। তার ফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। অল্প বয়সে যেমন আমাদের সিদ্ধান্ত নেয়ার মাত্রা থাকে একটু ছোট বা আমরা অল্প পরিমাণে বিষয়ের উপর গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের সিদ্ধান্তের মাত্রা অনেক বড় হয়ে যায়। আমরা অনেক ভেবে চিনতে যেকোন সিদ্ধান্ত নিতে অনেক বেশি পছন্দ করি।

আপনি ঠিকই বলেছেন বহু বছর আগে নিয়ে সিদ্ধান্তগুলো আমাদের জীবনে সব সময় ভুল প্রমাণিত হয়েছে। সেখান থেকে আমরা ভালো কিছু কখনোই আশা করতে পারিনি আর ভবিষ্যতে হবে বলে আমার মনে হয় না। অবশ্যই সম্পর্ক আর অর্থের মধ্যে আমরা কখনোই মিল পাব না। কেননা এখানে অর্থের পরিমাণটা বা পাল্লাটা অনেক ভারী থাকে, এটা সর্বদাই হয়ে আসছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 8 days ago 

তা সত্যি কম বয়সে আমাদের বাস্তব অভিজ্ঞতা কম থাকে বলেই, সেই সময় নেওয়া সিদ্ধান্তগুলো জীবনে বেশিরভাগ সময় আফসোস হয়ে রয়ে যায়। তবে হ্যাঁ অর্থের পাল্লা আজকালকার দিনে অনেকটা ভারী, যেখানে আবেগের মূল্যায়ন করতে প্রায় মানুষই ভুলে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Loading...
 8 days ago (edited)

আপনার জীবনের এমন একটি সিদ্ধান্তে সাহসী থাকায় এবং মায়ের পাশে থাকা খুবই প্রশংসনীয়। জীবনের বড় শিক্ষা হল, কখনও কখনও আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় এবং সম্পর্কের গুরুত্ব বুঝতে হয়। আপনার অভিজ্ঞতা থেকে সত্যিই অনেক কিছু শিখলাম।

আপনি সঠিকই বলেছেন, মানুষ যদি সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারতো! তাহলে মানুষ তার সঠিক লক্ষে পৌছাতে সময় লাগতো না। মানুষের এরকম ভুল সিদ্ধান্তের জন্য অনেক মানুষ পিছিয়ে রয়েছে, আমার জীবনে ও অনেক কিছু ভুল সিদ্ধান্ত ছিল হয়তোবা এই সিদ্ধান্তর জন্য এখন পর্যন্ত আমি উপলব্ধি করছি। আমার জন্য দোয়া করবেন , আমি যেন আমার ভুলগুলো শোধরাতে পারি। এই কনটেস্টে আপনি অংশগ্রহণ করে, আমরা জানতে পারলাম আপনার জীবনের কিছু ভুলের কথা। আপনার জন্য শুভকামনা রইল দিদি ,আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।

 6 days ago 

ভুল সিদ্ধান্ত না নিলে জীবনের সঠিক শিক্ষা গুলো আসলে অর্জন করা সম্ভব হয় না। আর একবার যে শিক্ষা আমরা নিয়ে নিই, সেই ভুলগুলো হয়তো জীবনে আর করি না। ছোটবেলায় বাবা মায়ের কাছ থেকে পাওয়া শিক্ষাতে আবেগের মূল্যায়ন করার শিক্ষাটাও সামিল ছিলো, আর ঠিক এই কারণেই হয়তো সেই শিক্ষাটাকে কখনো উপেক্ষা করতে পারিনি। কখনো মনে হয় সিদ্ধান্তটা ভুল ছিলো, আবার যখন বাবা মায়ের প্রতি সন্তানের খারাপ আচরণ দেখি, তখন মনে হয় হয়তো অর্থনৈতিক দিক থেকে প্রতিষ্ঠিত হতে পারিনি ঠিকই, তবে সন্তান হিসেবে অন্তত সেই সময় মায়ের পাশে থাকার মতো সিদ্ধান্ত নিতে পেরেছিলাম, এমনটাই বা ক'জন পারে। ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।অবশ্যই আপনার জন্যেও প্রার্থনা রইলো, আপনি আপনার জীবনে করা সকল ভুল থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96357.59
ETH 2627.81
USDT 1.00
SBD 2.31