আপনার লেখাটি পড়ে মনটা খারাপ হলো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি করবী দিদির শশুরমশাইকে তিনি স্বর্গবাসী করুন। সত্যি কথা বলতে এমন মুহুর্ত আমাদের সকলের জীবনে আসে। কারোর জীবনে এই সময় পার হয়েছে, আবার কারোর জীবনে আসতে চলেছে। তবে এই সময়টিকে আমরা কেউই এড়িয়ে চলতে পারবো না, এটাই বাস্তব। তবে হ্যাঁ যত সহজে আমি কথাগুলো লিখছি, যাদের জীবনে এমনটা ঘটে, বিষয়টি তাদের জন্যে আরও অনেক বেশি কঠিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর ওনাদের পরিবারকে সহ্যশক্তি দান করুক। আপনি যেভাবে ওনার পাশে ছিলেন এমনটাই বোধহয় সকল প্রতিবেশীর করা উচিৎ। তবে এমন মানবতা আজকাল প্রায় বিলীন। ভালো থাকবেন।