You are viewing a single comment's thread from:
RE: সুন্দরবনে রোমাঞ্চকর দ্বিতীয় দিবস!(Exciting second day in Sundarban)
ভিডিওতে যিনি বলেছেন টারজনের আওয়াজ দিলে বাঘটা আসতে পারে,তাকে আমার পক্ষ থেকে একটা স্যালুট জানাবেন। এতো বুদ্ধি কোথায় রাখেন বড় জানতে ইচ্ছে করছে।
লেখার শেষ অংশ পড়ে হাসতে হাসতে আমার তো পেট ব্যথা হওয়ার যোগাড়। তবে যাই বলুন না কেন এই সকল মানুষদের সাথে ঘুরে কিন্তু মজা আছে, এক মিনিটও আপনার মুখ থেকে হাসি দূর হতে দেবে না। যাদের জন্ডিস আছে তারাই শুধুমাত্র বাঘ দেখতে পারে এই যুক্তিটা তো আরও মারাত্মক।
সবকিছু মিলিয়ে আপনার ঘোরার অভিজ্ঞতা যে ভালো, আপনি যে আনন্দ করছেন, এটা জেনেই খুশি হলাম। পরবর্তী পর্বে আপনার অভিজ্ঞতা শোনার অপেক্ষায় রইলাম, আর কি কি শপিং করলেন সেটাও তো জানতে হবে,তাই না? ভালো থাকুন, কাল সুস্থভাবে ফিরে আসুন এইটুকুই প্রার্থনা। শুভ রাত্রি।
আরে একদম! ঐ ব্যক্তির নাম প্রসূন! সাংঘাতিক সেন্স অফ হিউমার! পুরোটা যাত্রায় এক কথায় মাতিয়ে রেখেছিলেন।
আমি তো সব ভিডিও দিতেই পারিনি শরীর ভাল ছিল না এতদিন বাদে বাইরে বেরোলে যা হয়।
তার উপরে আমি বেশি সঙ্গী নিয়ে ঘুরে অভ্যস্ত নই, নতুন মানুষ নতুন পরিবেশ সব নিয়ে অনেক ছবি ভিডিও দেওয়া বাকি আছে।
যদি দিতে পারি পরে, হয়তো বুঝবি কিছু মানুষ কিভাবে জমিয়ে রাখতে পারে একসাথে অনেক মানুষকে।