You are viewing a single comment's thread from:

RE: গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়া। -1

in Incredible Indialast month
  • আজ তো আপনারা দুজনের কেউই নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না। না আপনার হাজব্যান্ড পারলেন বাজারে না যাওয়ার সিদ্ধান্ত অটল থাকতে। আর না পারলে আপনি গ্রামের বাড়িতে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত অটল থাকতে। তবে যাই বলুন না কেন এই ধরনের ছোটখাট গৃহযুদ্ধ প্রতিটি সংসারের মূল ভীত বলে আমার মনে হয়। এমন কোনো সংসার আপনি পাবেন না, যেখানে এই ধরনের ছোটখাট গৃহযুদ্ধ না হয়,কারণ এইটুকু নাহলে বোধহয় সংসারটা প্রকৃত অর্থে সংসার হয়েই ওঠে না।

  • আপনার পোস্ট পড়ে আজ একটা ভালো জিনিস শিখলাম, ইলিশ মাছ কিভাবে সংরক্ষণ করা উচিত। খুব সুন্দরভাবে আপনি বিষয়টিকে উপস্থাপন করেছেন, তার জন্য ধন্যবাদ আপনাকে। অনেকেই আছে ইলিশ মাছ সংরক্ষণ করতে চান, কিন্তু সঠিকভাবে করতে পারেন না।

  • আড়িয়াল বিল সম্পর্কে অল্প কিছু তথ্য শেয়ার করেছেন, তবে যেটুকু পড়লাম তাতে করে এই বিলটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে ইচ্ছে করছে। সম্ভব হলে পরবর্তী কোনো পোস্টে অবশ্যই শেয়ার করবেন। ছুটির দিনের খুনসুটির গল্প পড়তে বেশ ভালোই লাগলো। ভালো থাকবেন।

Sort:  
 last month 

সংসার জীবনে আসলে আমরা খুব একটা নিজেদের সিদ্ধান্তে অতল থাকতে পারি না কেউ-ই। ভালো থাকার জন্য ছাড় দিতে হয় অনেক।
আড়িয়াল বিল নিয়ে আপনি আমার মনের কথাই বলেছেন। আমি অনেক দিন থেকেই চাচ্ছিলাম এই আড়িয়াল বিলনিয়ে লিখতে। কিন্তু লিখি লিখি করে আর লেখা হয়ে উঠতেছে না। তবে লিখবো খুব শীগ্রই আশা করি।।
ভালো থাকবেন সবসময়।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.27
JST 0.045
BTC 101828.29
ETH 3672.80
SBD 2.56