বাড়ির যে কোনো পুজোর আয়োজনের আনন্দই আলাদা। পুজো আসার বেশ কয়েকদিন আগে থেকেই দিন গোনা থেকে শুরু করে, পূজোর আগের দিন সব বাজার করার মধ্যেও আনন্দ রয়েছে। আর এই সকল কাজ করতে আপনি খুব পছন্দ করেন, সেটা এ আগের অনেক পোস্টে পড়েছি।
আপনার গুনের কথা আলাদা করে কি বা বলি। ডেকোরেশন থেকে শুরু করে,ঠাকুরের জায়গায় সব কিছু রেডি করা, আলপনা দেওয়া, ভোগ তৈরি সবদিক কি সুন্দর সামলান। এই সবকিছু পড়ে বেশ অবাক হই। আমি নিজেও এতো কিছু এতো সুন্দর ভাবে পারিনা। যাইহোক, সবশেষে একটা কথা বলতেই হবে গনেশ ঠাকুরের মূর্তিটি দেখে মন ভরে গেলো। সিদ্ধিদাতা গণেশ সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রইলো।। ভালো থাকবেন।
TEAM 5