RE: "Incredible India monthly contest of May#1| My preferred profession."
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই,আমার পোস্ট পড়ে এতো সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য। সত্যি বলতে ব্যক্তিগতভাবে আমি মনে করি আপনাদেরকে কিছু শেখানোর মতন যোগ্যতা আজও আমার অর্জিত হয়নি। কারণ আমি নিজেই এখনো অনেক কিছু শিখছি। তবে হ্যাঁ একসাথে কাজ করতে গিয়ে যে বিষয়গুলি আমার জানা, সেগুলোই কেবলমাত্র আপনাদেরকে বলি এই যা।
এই কথাটা আপনি একদম সঠিক বলেছেন, যে মানুষগুলি আজ আমাকে নিয়ে সমালোচনা করে, সেই সময় যদি মাকে ফেলে আমি চাকরি করতাম তাহলেও এই মানুষগুলি, সেই উদাহরণ টেনে আমাকে কথা শোনতো। কিছু মানুষ থাকে যারা সব সময় আমাদেরকে নিচের দিকে টেনে নামাতে চায়।
অবশ্য তাতে তাদের মানসিকতা প্রকাশ পায়। আসলে এখানে দোষটা সেই মানুষগুলোর শুধু নয়, আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে মেয়েদের যোগ্যতা বারংবার প্রমাণ করতে হয় অথচ অযোগ্য ছেলেরাও মাথা উঁচু করে ঘুরে বেড়ায়। একেই বোধহয় বলে পুরুষতান্ত্রিক সমাজ। যার বদল সত্যিই প্রয়োজনীয়।
সত্যি কথা বলতে বর্তমানে খানিকটা বদল ঘটছে, যেটা দেখে ব্যক্তিগতভাবে আমি বেশ খুশি হই। তবে ওই যে কিছু মানুষ থাকে, যারা এই বদল নিয়েও সমালোচনাই করে।
এ কথা সত্যিই সেই সময় মায়ের পাশে থাকাতে আজও আমি প্রশান্তি পাই। সেই সময় আমি বুঝেছিলাম মায়ের পাশে না থাকাটা অপরাধ হবে, আর আজ আপনিও যে সেই বিষয়টিকে সমর্থন করলেন, এটাও আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ভালো থাকবেন।