Incredible India monthly contest of February #2 by @isha.ish|All about Love.

in Incredible India8 days ago
Red Simple Happy Valentine's Day Facebook Post_20250213_120459_0000_120506.png
"Edited by Canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকেরই আজকের দিনটি খুব সুন্দরভাবে শুরু হয়েছে।

সকালের সমস্ত কাজ সেরে এখন বসলাম পোস্ট লিখতে। আজ আমি অংশগ্রহণ করতে চলেছি আমাদের কমিউনিটিতে কর্মরত মডারেটর @isha.ish দ্বারা পরিচালিত কনটেস্টে, যেটা সম্পর্কে আশা করছি ইতিমধ্যে আপনারা সকলে অবগত।

তবুও যারা এখনো পর্যন্ত পোস্টটি পড়েননি, লিংকটি তাদের জন্য আরও একবার শেয়ার করছি। যাতে তারা ও এই সুন্দর কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে, নিজেদের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন।

"POST LINK"

1672344690977_010726.jpg

চলুন এখন আমি আমার অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করি, -

"What is love? The significance of Valentine's day to you?"

ভালোবাসা এমন একটি অনুভূতি যার মধ্যে মিশে থাকে আবেগ, সহানুভূতি, বিশ্বাস, ভরসা, ধৈর্য্য, ত্যাগ, মায়া। এই সকল অনুভূতি পৃথিবীর সকল মানুষের প্রতি আসে না, আর যাদের প্রতি এই অনুভূতি জাগে, তাদেরকে ঘিরেই তৈরি হয় আমাদের পৃথিবী।

সবার সাথে এমনটা হয় কিনা জানিনা, তবে বয়সের সাথে সাথে আমার কাছে ভালোবাসা শব্দটির পরিভাষা পরিবর্তন হয়েছে। সেটা অভিজ্ঞতা হোক, সময়ের পরিবর্তন হোক, অথবা পরিস্থিতি, আমি বুঝতে শিখেছি ভালোবাসা বলে আসলে কিছু হয় না। অনেকগুলো অনুভূতির সংমিশ্রণে এই অনুভূতিটি তৈরি হয়।

ভ্যালেন্টাইন্স ডে দিনটির বর্তমানে আমার জীবনে বিশেষ কোনো তাৎপর্য নেই। তবে একটা সময় ছিল যখন বাস্তবতার সম্মুখীন হইনি, বেশিরভাগ সময় কল্পনার জগতেই বিচরণ করতাম, তখন যেন এই দিনটি ছিল পৃথিবীর সবথেকে সুন্দর দিন। তখন এই দিনটির জন্য সারা বছরের অধীর আগ্রহে অপেক্ষা করতাম, তবে সেগুলো আজকে আর নিজের মধ্যে খুজে পাই না।

আর পাঁচটা দিনের মতই এটি আমার জন্য একটা সাধারণ দিন। তবে হ্যাঁ কিছু মানুষ আলাদা ভাবেই দিনটিকে খুব সুন্দর করে সেলিব্রেট করে, সেগুলো শুধু দূর থেকে দেখতে ভালো লাগে। তবে নিজে কারোর জন্য এমন কোনো আয়োজন করবো, সেই আবেগের দিনগুলো অনেকটা পিছনে ফেলে এসেছি। তাই আমার জীবনে এই দিনটি আর বিশেষ কোনো তাৎপর্য বহন করে না।

1672344690977_010726.jpg

"Do you think problems that cannot be solved by fighting can be solved by love? Tell us your opinion."

IMG_20250213_114552.jpg

ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে এমন কিছু সমস্যা রয়েছে, সেগুলো না ঝগড়া করে মিটানো যায় আর না ভালোবাসা দিয়ে। আসলে সেই সমস্যা গুলো কখনো মেটে না। বলতে পারেন আমরা সেগুলোকে এড়িয়ে চলতে শিখে যাই, অথবা সমস্যাগুলো নিয়ে কথা বলার থেকে চুপ করে থাকাতেই স্বচ্ছন্দ্যবোধ করি।

কারণ একটা সময়ের পর লড়াই হোক বা ভালোবাসা অতিরিক্ত কোনোটাই যেন ভালো লাগে না। শুধু নিজের মত জীবনের স্রোতে ভেসে যেতে পারলেই বোধহয় শান্তি। আর কোথাও না কোথাও পরিস্থিতির কারণে আমি আমার জীবনের সেই পর্যায়ে পৌঁছে গেছি, যেখানে না কারো সাথে ঝগড়া করতে ভালো লাগে আর না কারো সাথে কোনো সমস্যা ভালোবাসার অনুভূতি দিয়ে মেটানোর চেষ্টা করতে ইচ্ছে করে।

সবকিছু সময় এবং পরিস্থিতির উপরে ছেড়ে দিয়ে কেমন যেন চুপচাপ দিন যাপনে বিশ্বাসী হয়েছি এখন। কারণ আমার মনে হয় আমি যতই নিজেকে বোঝানোর চেষ্টা করি না কেন, উল্টো দিকের মানুষগুলো আমাকে তেমনভাবেই বুঝবে, যেমন ভাবে তারা চাইবে। সুতরাং এই ব্যর্থ প্রচেষ্টাগুলোকে ধীরে ধীরে ত্যাগ করছি।

1672344690977_010726.jpg

"Who is the closest and most loved person in your life? Share your bonding with them."

IMG_20250213_114356.jpg

এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে সবার প্রথমে আমার যার কথা মনে পড়ল সে কোনো ব্যক্তি নয, সে আমার পোষ্য। বর্তমানে এই বাড়িতে আমার সবথেকে কাছের এবং ভালোবাসার হল পিকলু। বাড়িতে থাকা যেকোনো মানুষের থেকে পিকলু আমাকে, ও আমার অনুভূতিকে বেশি ভালো বোঝে।

তবে সবচেয়ে যদি কেউ আমাকে বেশি ভালো বোঝে সেটি হল আমাদের অ্যাডমিন ম্যাম। না কাজের জায়গার বিষয়ে তিনি কোনো রকম কম্প্রোমাইজ করেন না, আমি কথা বলছি আমাদের ব্যক্তিগত পরিসরের সম্পর্ক নিয়ে। যেখানে কাজের জায়গার কোনো কথা আমাদের মধ্যে হয় না।

ব্যক্তিগত ভাবে তিনি আমাকে এতটাই ভালো বোঝেন যে আমার চুপ থাকা, বলতে চেয়েও বলতে না পারা কথাগুলো খুব সহজে বুঝতে পারার মত এই একজন মানুষই আছেন। যিনি ফোনের ওপার থেকেও আমার মনে কি চলছে সেটা খুব ভালো করে বুঝতে পারেন। যার কাছে আসলে কোনো অনুভূতি লুকানো সম্ভব হয় না, সেটা রাগ, কষ্ট, অভিমান যাই হোক না কেন।

এছাড়া জীবনে অনেক মানুষ আছে, অনেক সম্পর্ক আছে, যাদের সাথে প্রতিনিয়ত দিনযাপন করি। তবে খুব সত্যি কথা বলতে তাদের সাথে কোথাও না কোথাও সম্পর্ক খানিক দায়বদ্ধতার। আন্তরিকতা থাকলেও তা যেন আজকাল আমাকে আর ছুঁতে পারে না। বুঝতে পারছি না আমি তাদের অনুভূতির মূল্যায়ন করতে পারি না, নাকি নিজের অনুভূতির মূল্যায়ন না পেতে পেতে আমিও খানিকটা তাদের স্বভাব আয়ত্ত করে নিয়েছি।

1672344690977_010726.jpg

"Conclusions"

যাইহোক এই গোটা সপ্তাহটা ভালোবাসার সপ্তাহ। তবে আমার মনে হয় না ভালোবাসা দেখানোর জন্য কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন আছে। আর সবথেকে বড় কথা হল চকলেট ডে, ডেডি ডে, রোস ডে এই সকল দিনগুলো বিশেষ তাৎপর্য পায় যখন আমরা জীবনে কল্পনাকে বেশি প্রাধান্য দিই। বাস্তবতার সম্মুখীন হলে এই দিনগুলো গুরুত্ব হারায়। অন্তত আমার জীবনে এটাই সত্যি।

তবে যাদের জীবন এমনটা নয়, তাদের জীবনে এই দিনগুলো আজীবন একই রকম অনুভূতি বহন করুক, ভালবাসার মানুষের সাথে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত উপভোগ করুক, এইটুকু প্রার্থনা আমি অবশ্যই করি।

আমার মতন সবার যে বাস্তব অভিজ্ঞতা একই রকমের হবে তার কোনো মানে নেই। যাইহোক শেষ করার আগে এটুকুই বলবো জীবনে সত্যিকারের ভালোবাসা পাওয়াটা কঠিন। আবার অনেকে পেলেও সেটার মূল্যায়ন করতে পারে না। তাই সময় থাকতে হয় কাউকে মন থেকে ভালবাসুন, অথবা যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসার মূল্যায়ন করুন। সকলে ভালো থাকুন।

"কনটেস্টে যোগদান করার জন্য আমি আমার তিনজন বন্ধু @goodybest, @chant@cruzamilcar63 কে আমন্ত্রণ জানাই। "

5c08ed51-26dc-462f-94f6-6f9e6e0fa2b4.gif

Sort:  
Loading...
 7 days ago 

En la vida, tanto en las cosas maravillosas como el amor y las adversas como los problemas, es imprescindible buscar un equilibrio que nos permita manejar con sensatez cualquier circunstancia. Éxitos, amiga.

 2 days ago 

আপনি ঠিকই বলেছেন ভালোবাসা দিবসের তেমন কোন তাৎপর্য বর্তমান সময়ে আমরা দেখতে পাই না ভালোবাসা নিজের মনের অনুভূতি নিজের ভালোবাসার মানুষের কাছে যে কোন মুহূর্তেই প্রকাশ করা সম্ভব তবে এটাও ঠিক আমাদের কিছু সমস্যা থাকে যেগুলো কখনোই সমাধান হয় না।

ঝগড়ার মাধ্যমে হয় না আবার ভালবাসার মাধ্যমেও হয় না আমরা শুধু সেগুলোকে মানিয়ে নেয়ার মাধ্যমে শেষ করে দিতে অনেক বেশি পছন্দ করি দিদির প্রতি আপনার ভালোবাসা সেটা এই প্লাটফর্মে আসার পর থেকেই জানতাম এখনো আছে ইনশাল্লাহ দোয়া করি ভবিষ্যতেও থাকুক ধন্যবাদ প্রতিযোগিতা করে এটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.25
JST 0.035
BTC 98773.77
ETH 2801.82
SBD 0.64