You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest of February #2 by @isha.ish|All about Love.

in Incredible India3 days ago

আপনি ঠিকই বলেছেন ভালোবাসা দিবসের তেমন কোন তাৎপর্য বর্তমান সময়ে আমরা দেখতে পাই না ভালোবাসা নিজের মনের অনুভূতি নিজের ভালোবাসার মানুষের কাছে যে কোন মুহূর্তেই প্রকাশ করা সম্ভব তবে এটাও ঠিক আমাদের কিছু সমস্যা থাকে যেগুলো কখনোই সমাধান হয় না।

ঝগড়ার মাধ্যমে হয় না আবার ভালবাসার মাধ্যমেও হয় না আমরা শুধু সেগুলোকে মানিয়ে নেয়ার মাধ্যমে শেষ করে দিতে অনেক বেশি পছন্দ করি দিদির প্রতি আপনার ভালোবাসা সেটা এই প্লাটফর্মে আসার পর থেকেই জানতাম এখনো আছে ইনশাল্লাহ দোয়া করি ভবিষ্যতেও থাকুক ধন্যবাদ প্রতিযোগিতা করে এটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96399.15
ETH 2684.63
SBD 0.65