"The weekly job I concluded being a Co-Admin"

in Incredible India2 months ago
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...zckpedb7beVenABPzYF1XXeTq6zbGJd14126BHEPWMxTxTA4iieQp4H5UaZMv7FN1CHZFcNdai1jZcP5HZD8wYqu17un3JzDa8qzZ3jaddyC3hrCd9F3ZLicBY.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো কাটেছে।

এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট। গতকাল একটু ব্যস্ততার কারণে পোস্ট লিখতে দেরি হয়েছিলো, তাই রাতের দিকে আর রিপোর্ট লেখা হয়ে ওঠেনি। যাইহোক চলুন আপনাদের সাথে শেয়ার করি গত সপ্তাহে কমিউনিটিতে আমার সকল কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ, -

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে চলমান কনটেস্ট"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1YAGX9BLo9r4BRk6VVjzPNY9tSdnkGfYqyWWps5pU7SfQXqu5N6mYrEExk8N1REJ94TGprY6FrZnxfRY2.png

কমিউনিটিতে এই মুহূর্তে অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত যে কনটেস্টে চলছে, তাতে অংশগ্রহণের আ শেষ দিন। বেশ কিছু ইউজার এই কনটেস্টে অংশগ্রহণ করলেও, অনেকেরই অংশগ্রহণ এখনো চোখে পড়েনি। এমনকি আমি নিজেও এখনো অংশগ্রহণ করিনি।

ব্যক্তিগত জীবনে বেশ সমস্যার মধ্যে দিয়ে চলছি, সেই কারণে এখনও পর্যন্ত অংশগ্রহণ করে উঠতে পারিনি ঠিকই, তবে চেষ্টা করব আজ রাতের মধ্যে অংশগ্রহণ করার। প্রত্যেকবারের মতোই এই সপ্তাহের কনটেস্টের বিষয়বস্তুও বেশ আকর্ষণীয়।

শপিং করতে গেলে আমাদের পছন্দ এক একজনের এক এক রকমের হয়, তাই সেক্ষেত্রে আমরা কোয়ালিটিকে বেশি গুরুত্ব দিই, নাকি কোয়ান্টিটিকে সেই সংক্রান্ত নিজের মতামত এই কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে শেয়ার করতে বলা হয়েছে। যারা এখনও পর্যন্ত অংশগ্রহণ করেননি, তাদের জন্য লিংকটি আমি নিচে দিলাম, -

কমিউনিটিতে চলমান কনটেস্ট

1672344690977_010726.jpg

" কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NgZmrijm9Ambs8GpYXnNugkYeyp1LLnWQfZgWp76nyKibwtpdRrWN3pjWaoFYSufbD622tHhcctsfAJS.png

কমিউনিটি কর্তৃক আয়োজিত গত সপ্তাহের কনটেস্টের উইনার অ্যামাউন্সমেন্ট পোস্ট ইতিমধ্যেই আশাকরি আপনারা সকলে পড়েছেন। যেমনটা আপনারা প্রত্যেকে জানেন, উইনার এনাউন্সমেন্ট পোস্ট করার ক্ষেত্রে কনটেস্টে অংশগ্রহণকারী সকল ইউজারদের ডিটেইলস মেলের মাধ্যমে, অ্যাডমিন ম্যামের কাছে পৌঁছে দেওয়া আমার একটি সাপ্তাহিক দায়িত্ব। যেটি আমি এই সপ্তাহেও পালন করেছিলাম। ওই কনটেস্টে অংশগ্রহণকারী তিনজন বিজয়ীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, বাকি যারা নিজেদের মতামত শেয়ার করেছিলেন, তাদেরকেও ধন্যবাদ জানাই।

Winners announcement Post

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png

গত সপ্তাহে এনগেজমেন্ট রিপোর্ট আমার জন্য অনেক ভালো লাগার ছিলো। কারণ আমি নিজেও নিজের এনগেজমেন্ট গত সপ্তাহে বৃদ্ধি করতে পেরেছিলাম। তবে এই সপ্তাহে যেমনটা আপনারা জানেন, আমার জামাইবাবুর শারীরিক অবস্থার কারণে বেশ ব্যস্ততার মধ্যে সময় পার করেছি, তাই হয়তো এই সপ্তাহে এনগেজমেন্ট কিছুটা কম হবে। তবে গত সপ্তাহে যারা নিজেদের এনগেজমেন্ট ততটাও বৃদ্ধি করতে পারেনি, এই সপ্তাহে আশা করছি তাদের কার্যক্রমে পার্থক্য লক্ষ্যিত হবে।

সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG_20241122_132740.jpg

বুমিং সংক্রান্ত দায়িত্ব সম্পর্কে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন। প্রতি সপ্তাহের রিপোর্টে আমি বিষয়টিকে উল্লেখ করি। কমিউনিটিতে বেশ কিছুজনের লেখা ব্যক্তিগতভাবে সত্যিই ভালো লাগে পড়তে। হয়তো অনেক সময় পোস্ট পড়া হলেও কমেন্ট করা হয়ে ওঠে না। তবে এই রকম কোয়ালিটিফুল লেখা আমাদের কমিউনিটিকে আরো উন্নত করবে বলেই আমি বিশ্বাস করি। তাই সকলকে অনুরোধ করবো একে অপরের পোস্ট পড়বেন এবং তার মধ্যে থেকে সবথেকে ভালোটুকু শেখার চেষ্টা করবেন।

1672344690977_010726.jpg

"পোস্ট ভেরিফিকেশন"

IMG_20241122_132512.jpg

ভেরিফিকেশন এর দায়িত্ব এখন আমাদের প্রত্যেক মডারেটরের রয়েছে। আমার সময় অনুযায়ী আমিও চেষ্টা করি সেই দায়িত্বটি সুন্দরভাবে পালন করার জন্য। এই সপ্তাহেও তার ব্যতিক্রম হয়নি। যদিও ব্যক্তিগত সমস্যার কারণে হয়তো ততখানি সময় দিয়ে উঠতে পারিনি, তবে চেষ্টা করেছি নিজের সময় অনুযায়ী পোস্ট ভেরিফাই করার।

গত সপ্তাহের রিপোর্টে আমি তিন দিনের ভেরিফিকেশন সংখা শেয়ার করেছিলাম। আজ সবটা মিলিয়ে, গত সাত দিনের ভেরিফিকেশনের সংখ্যা উপস্থাপন করলাম নীচে, -

ভেরিফিকেশনের তারিখভেরিফাইড পোস্ট সংখ্যা
১৫/১১/২০২৪
১৬/১১/২০২৪
১৭/১১/২০২৪
১৮/১১/২০২৪
১৯/১১/২০২৪
১৫/১১/২০২৪
১৫/১১/২০২৪

1672344690977_010726.jpg

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী"

কমিউনিটির কো-এডমিন হিসেবে যেটুকু দায়িত্ব পালন করার কথা, হয়তো ততখানি আমি করে উঠতে পারি না। এই কারণে অ্যাডমিন ম্যামের অনেক বেশি চাপ হয়ে যায়। তবে হ্যাঁ শুরুর থেকে কমিউনিটি সদস্য হিসেবে আমার যে দায়িত্ব, সেটা পালন করার চেষ্টা আমি করি। সেই অনুযায়ী গত সপ্তাহে আমি কি কি পোস্ট শেয়ার করেছিলাম, তার এক ঝলক আপনাদের সাথে নিচে শেয়ার করলাম, -

No.DateTitleThumbnail
01.15-11-2024"The weekly job I concluded being a Co-Admin"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...zckpedb7beVenABPzYF1XXeTq6zbGJd14126BHEPWMxTxTA4iieQp4H5UaZMv7FN1CHZFcNdai1jZcP5HZD8wYqu17un3JzDa8qzZ3jaddyC3hrCd9F3ZLicBY.png
No.DateTitleThumbnail
02.16-11-2024"Incredible India monthly contest of November #1//Definition of a great leader!"2ai8Wx7yRZDoNcamXiWEb6bW3phQBZ4cV9Fq1No1NczS2dLEjg7DPHfFgCMM5KMDxDjmdnLNhVWW1evPq48ZgcDprd3DzcesiEwymejXr7qRHHcSdrkkPnDrU28VGbcTd7kceh7pdJLpBzqZUf5frqSc9ekV4Kv3FcPhMAuJZkcv42eJX5cg4N7GkohLWCSdwbw1mLVajiKRERkoEUUAB4r38oA3Eecwki.png
No.DateTitleThumbnail
03.17-11-2024"Better life with steem// The Diary Game// 16 th November, 2024"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xrcLe5uLN151N48qnVb7hubnu3Li9wSP1bS5P1Q3XPHDjAN3CLokjS1PtyQMvm4aetpzv6cbjQD5M8Wbcf5sy2q2JgMZG.jpeg
No.DateTitleThumbnail
04.18-11-2024"আরও একবার পুরোনো পরিস্থিতির মুখোমুখি "JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH8144YJhzZCVSNZEkrfEBXQZR1xWMzA6Xwh8zF44nfWuuuZuNpnEyGjPX3J2qtdW4PADRyq8oCv93URggSCkrg1KREs5PsU.jpeg
No.DateTitleThumbnail
05.19-11-2024"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png
No.DateTitleThumbnail
06.20-10-2024"Better life with steem// The Diary Game// 18 th November, 2024// হসপিটালে টেনশনে কাটানো একটি দিন"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xrxmU2i8LNTMnQhFPNYX64ppSpVB34JDjaFwdXC1KBFPYDFHBm7wHHVjG7Zeu2hGDLmHktp2FVCkRxuDz1D6T2SyjWCXg.jpeg
No.DateTitleThumbnail
07.21-11-2024""সুস্থতার অপেক্ষায় দিন গোনা""JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z1x62B8u61pjSHzfYEut36Qsbw163E26gvsuqaprUNyzUqSQsHqpUSw56K9HJq3w7e1t5kKwPBvQJVxYtRmuz9yVsjj2N.jpeg

1672344690977_010726.jpg

"উপসংহার"

এই ছিল আমার এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট। তবে ডিসকর্ডে যতটা সময় আমার দেওয়া উচিত, ততখানের সময় এই সপ্তাহে আমি দিতে পারিনি ঠিকই, তবে আশা করছি আগামী সপ্তাহটা আমি আবার আগের মতন কাজ করতে পারবো। কারণ এখন জামাইবাবু অনেকটাই সুস্থ আছেন। আপনাদের সকলকে ধন্যবাদ যারা আমার জামাইবাবুর জন্য প্রার্থনা করেছেন। আপনারা নিজেরাও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনের মতনই আগামী প্রতিটা দিন আপনাদের খুব ভালো কাটুক এই প্রার্থনা করে এই সপ্তাহের রিপোর্ট এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে।

5c08ed51-26dc-462f-94f6-6f9e6e0fa2b4.gif

Sort:  
 2 months ago 

কমিউনিটির কো এডমিন হিসাবে আপনি অনেক দায়িত্ব আমাদের কমিউনিটিতে পালন করে যাচ্ছেন। এবং আপনার ওপরে অনেক দায়িত্ব আছে। পাশা পাশি আমরা সবাই কমবেশি জানি যে আপনি মানসিক চাপে ও আছেন। তবুও কমিউনিটিতে আপনি যে সময় দিয়ে থাকেন তা দেখে আমরা অবাক হয়ে যাই বিশেষ করে আমি। যাই হোক আপনার একটি সপ্তাহের কার্যক্রম এখানে সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

গত কয়েক বছর ব্যক্তিগত জীবনের বিভিন্ন পরিস্থিতি আমাকে খুব ভালো করে মানসিক চাপ ও কমিউনিটির কাজ ব্যালেন্স করা শিখিয়ে দিয়েছে। একটার পর একটা ঘটনা ঘটে চলেছে আমার সাথে, যেগুলো উপেক্ষা করে শুধু কমিউনিটির কাজ করা সম্ভব নয়, তাই সেগুলো নিয়েই কাজ করার চেষ্টা করে চলেছি। অনেক ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

দিদি প্রথম আপনাকে ধন্যবাদ জানাই হাজারে ব্যস্ততার মাঝে নিজের দায়িত্ব গুলো খুব ভালোভাবেই পালন করছেন এই সপ্তাহের সমস্ত কার্যক্রম খুব ভালোভাবেই উপস্থাপনা করেছেন।

আপনার জামাই বাবুর কথা ইতিমধ্যেই পড়েছি । যদি আমাদের বাড়িতে এমন কারোর অবস্থা হতো তাহলে তো আমরা একটিভ থাকতে পারতাম না আপনি তো তাও সময় বের করে এখানকার দায়িত্ব নিজের জায়গা থেকে পালন করে যাচ্ছেন।

গত সপ্তাহে আমার এনগেজমেন্ট অনেকটাই কম ছিল আশা করা যায় এই সপ্তাহ কিছুটা বিরুদ্ধে পাবে বাকিটা আল্লাহ ভরসা।

 2 months ago 

আমার বিশ্বাস পরিস্থিতি ও দায়িত্বভার যখন একত্রে আসতো, আমার মতো আপনিও ঠিক দুটিকে ব্যালেন্স করায় অভ্যস্থ হয়ে যেতেন। কঠিন সময় আমরা সকলেই পার করি, ভিন্নতা থাকে শুধু পরিস্থিতিতে। আমার বিশ্বাস এই সপ্তাহে আপনার কার্যক্রম অনেকটাই উন্নত হবে। মন্তব্যের জন্যে আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

Loading...

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 103665.42
ETH 3302.15
SBD 4.34