You are viewing a single comment's thread from:
RE: "The weekly job I concluded being a Co-Admin"
দিদি প্রথম আপনাকে ধন্যবাদ জানাই হাজারে ব্যস্ততার মাঝে নিজের দায়িত্ব গুলো খুব ভালোভাবেই পালন করছেন এই সপ্তাহের সমস্ত কার্যক্রম খুব ভালোভাবেই উপস্থাপনা করেছেন।
আপনার জামাই বাবুর কথা ইতিমধ্যেই পড়েছি । যদি আমাদের বাড়িতে এমন কারোর অবস্থা হতো তাহলে তো আমরা একটিভ থাকতে পারতাম না আপনি তো তাও সময় বের করে এখানকার দায়িত্ব নিজের জায়গা থেকে পালন করে যাচ্ছেন।
গত সপ্তাহে আমার এনগেজমেন্ট অনেকটাই কম ছিল আশা করা যায় এই সপ্তাহ কিছুটা বিরুদ্ধে পাবে বাকিটা আল্লাহ ভরসা।
আমার বিশ্বাস পরিস্থিতি ও দায়িত্বভার যখন একত্রে আসতো, আমার মতো আপনিও ঠিক দুটিকে ব্যালেন্স করায় অভ্যস্থ হয়ে যেতেন। কঠিন সময় আমরা সকলেই পার করি, ভিন্নতা থাকে শুধু পরিস্থিতিতে। আমার বিশ্বাস এই সপ্তাহে আপনার কার্যক্রম অনেকটাই উন্নত হবে। মন্তব্যের জন্যে আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।