"সারপ্রাইজ"

in Incredible India7 days ago
IMG_20250126_104715.jpg
"বিবাহবার্ষিকীর কিছু মুহুর্ত"

Hello,

Everyone,

পরিকল্পনা অনুযায়ী আমাদের জীবনটা যদি চলতো, তাহলে হয়তো আমরা প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে সর্ব সুখী হতে পারতাম। তবে তেমনটা হয় না বলেই আমাদের জীবনে আফসোস, আক্ষেপ, খারাপ লাগা এই সমস্ত কিছু স্থায়িত্ব পায়।

কিন্তু তবুও আমরা মানুষেরা পরিকল্পনা বিহীন জীবন কাটাতে পারি না কখনোই। পরিকল্পনাগুলো বাস্তবায়িত না হলে খারাপ লাগে, কষ্ট পাই, কিন্তু আবার কিছু সময় পরে কিভাবে যেন আবার সেই পরিকল্পনা গুলোই মনের কোণে ভিড় করে।

এই বছরের শুরু থেকেই সমস্ত পরিকল্পনাগুলো এক এক করে নষ্ট হচ্ছে। বছরের শুরুতেই ভেবেছিলাম বান্ধবীদের সাথে একটা পিকনিক করে নতুন বছরটা আনন্দের মাধ্যমে শুরু করবো। কিন্তু তখনও শশুর মশাইয়ের শারীরিক অবস্থার কারণে হসপিটালে থাকতে হয়েছিলো।

IMG_20250126_071709.jpg
"ননদের ছেলের আনা কেক"

তাই পুরনো বছর চলে যাওয়ার সময় তার স্মৃতি রোমন্থন করা হোক বা নতুন বছরের আগমনের আনন্দ হোক, কোনোটাই অনুভব করা সম্ভব হয়নি। আর ঠিক এই রকম ভাবেই কাটলো এ বছরের বিবাহ বার্ষিকী।

এদিন যে বাড়িতে ফিরতে পারবো সেটাই আশা করিনি আমরা। ভেবেছিলাম নতুন বছরের মতন এই দিনটাও বোধহয় হসপিটাল থেকে আবার শুভর মামাবাড়িতে ফিরে যেতে হবে। তবে সেদিন শশুর মশাইকে ছেড়ে দিয়েছিলো। এখন তার অবস্থা কিছুটা স্মৃতিশীল। রিপোর্ট দেখে ডাক্তার যেটা বলল পরবর্তী যা ট্রিটমেন্ট হবে সেটা নেফ্রোলজি ডিপার্টমেন্টের ডাক্তার করবেন।

তার জন্য আগামী মাসের ৪ তারিখে আমাদের আবার পুনরায় হসপিটালে যেতে হবে। তবে ইতিমধ্যে যদি কোনো সমস্যা আবার হয়, তাহলে হয়তো নির্ধারিত তারিখের পূর্বেই যেতে হবে সবকিছুই আসলে এমন অনিশ্চিত অবস্থাতে আছে যে নিশ্চিত করে বলার কিছুই নেই।

IMG_20250126_071759.jpg
"আমরা সকলে- ননদের কাছ থেকে whatsapp এর মাধ্যমে নেওয়া"

আগেরদিন রাতে ননদের মেসেজ না পেলে পরদিন যে 23শে জানুয়ারি আমাদের বিয়ের দিন, সেটা আমি এবং শুভ দুজনের মাথা থেকেই বেরিয়ে গিয়েছিলো। আসলে প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে হাসপাতালে পৌঁছানোর তাড়া, সেখানে কখনো ওষুধের লাইন, কখনো টেস্টের রিপোর্ট, কখনো ডাক্তারের সাথে কথা বলার তাড়া সমস্ত কিছু মিলিয়ে সময়, দিন, তারিখ সবকিছুই যেন গুলিয়ে যেতো। আর দিন শেষে সব থেকে বিরক্ত লাগতো সকলকে ফোনে সেগুলো জানাতে।

তবে ২৩ তারিখ বাড়িতে আসবো এটা জানার পর থেকে আমার মনটা খুব ভালো লাগছিলো। অন্য কোনো কারণে নয় শুধুমাত্র পিকলুর কাছে আসতে পারবো এই জন্যই। কারণ বিবাহ বার্ষিকী নিয়ে অন্য কিছু ভাবার মত মানসিক পরিস্থিতি আমাদের দুজনের মধ্যে কারোরই ছিলো না। কতক্ষণে বাড়ি পৌঁছাবো, পিকলুর কাছে আসবো, নিজের ঘরে নিজের বিছানায় একটু বিশ্রাম নিতে পারবো, দুজনেই যেন অধীর আগ্রহে সেই অপেক্ষাই করছিলাম।

সন্ধ্যার পর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমি শ্বশুর মশাইকে নিয়ে গাড়িতেই এসেছিলাম। তবে শুভ বাইকে আসছিল বলে একটু টেনশন হচ্ছিলো আমার। কারণ ওই রাস্তাটা খুবই খারাপ ছিলো এবং রাতের দিকে অনেক বেশি গাড়ি চলাচল করে ওই রাস্তা দিয়ে।

যাইহোক অবশেষে সকলেই ভালোভাবে বাড়িতে পৌঁছালাম। তবে আমাদের বিবাহ বার্ষিকীটা আমাদের মনে না থাকলেও ননদের বড় ছেলে সেটা মনে রেখেছিলো। ও এখন অনেকটাই বড় হয়েছে, তাই সকলের জন্মদিন হোক বা বিবাহ বার্ষিকী মোটামুটি ও মনে রাখে এবং ননদরা আয়োজনও করে নিজের মতো করে।

IMG_20250126_102834.jpg
"whatsapp এর মাধ্যমে নেওয়া ছবি"

বাড়ি এসে স্নান করে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। তারপর দেখলাম শাশুড়ি মা ফোন করেছেন। নিচে এসে তো অবাক। কাউকে না জানিয়েই দেখি ননদরা সকলেই এসেছে। আর যথারীতি ননদের বড় ছেলে একটা কেক নিয়ে এসেছে আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে। অগত্যা সেই কেক কেটে দিনটা শেষ করলাম। এমনকি সাথে করে বিরিয়ানিও নিয়ে এসেছিলো। তবে ততক্ষণে আমার আর শুভর ভাত খাওয়া হয়ে গিয়েছিলো। তবুও শুভ একটু বিরিয়ানি খেয়েছিলো। কিন্তু আমি আর খাইনি।

সত্যি বলতে এই বছর এই দিনে যে বাড়িতে ফিরতে পারবো বা ননদেরাও এ বছর এই আয়োজন করবে এটা আমি ভাবিনি। কারণ গত কয়েকদিন ওই হসপিটাল আর মামা শ্বশুর বাড়ি যাতায়াত করতে করতে, আমি যেন একেবারেই যান্ত্রিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তেমন কোনো আয়োজন না হলেও ননদের ছেলের দৌলতে এভাবেই কাটলো এই বছরের বিবাহ বার্ষিকী।

IMG_20250126_103633.jpg
"পুরোনো স্মৃতি"

একটা সময় পর এই দিনগুলোকে পালন করার আনন্দ যতখানি না অনুভূত হয়, তার থেকে অনেক বেশি চিন্তা ভাবনা মাথায় ঘোরে, এই দিনকে কেন্দ্র করে যে সম্পর্কগুলো জীবনে এসেছে তাদের নিয়ে। যাইহোক সবকিছু মিলিয়ে দিনটি আদেও কেমন কেটেছে আমি জানিনা।

তবে মনে হলো কিছু মুহূর্ত যা ক্যামেরাবন্দি করা হয়েছিলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ২০২৫ সাল এতোটাই খারাপ ভাবে শুরু হয়েছে যে, এই বছরের শেষ হতে হতে জীবনে যে আরও কত কিছু দেখবো তার আন্দাজ এখন থেকেই করতে পারছি। যদিও আমার জীবনের খারাপ সময় অনেক আগেই শুরু হয়েছিলো, যা এখনো ক্রমবর্ধমান।

ভালো থাকবেন সকলে।

Sort:  
 7 days ago 

সত্যিই আপু আপনার পোষ্টটি পড়ে আমার মন ছুয়ে গেল। আপনার জীবনযাত্রার সংগ্রাম এবং বছরটি কিভাবে কাটলো, সেটি পড়তে খুবই হৃদয়স্পর্শী। এই যান্ত্রিক জীবন এবং স্বাস্থ্য সমস্যাগুলির মাঝেও পরিবার ও সম্পর্কের মাঝে যে ভালোবাসা ও যত্ন রয়েছে, তা অত্যন্ত প্রভাবশালী। আপনার বিবাহ বার্ষিকী উদযাপন এমনকি ছোট ছোট আনন্দের মুহূর্তে তাৎপর্যপূর্ণ ছিল, এবং সেটি আপনার কাছ থেকে সুন্দরভাবে জানার পর অনেক ভালো লাগলো। শুভকামনা রইল, আশা করি আগামি দিনগুলো ভালোভাবে কাটবে।


Best regards
You created exclusive and quality content
We wish you a happy new year 2025
Team 01 - Steemit Explorers Team

image.png

@damithudaya

Loading...
 7 days ago 

প্রথমে আপনাকে বলব , happy anniversary 🎉🎈💐 দিদি, এত সুন্দর একটি আনন্দ মুহূর্ত আমাদের সাথে ভাগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। আপনার বিবাহ বার্ষিক এর কথা আপনাদের মনে না থাকলে কি হবে, আপনার পরিবার সবাই মনে ছিল এবং অনেক সুন্দর একটা সারপ্রাইজ দিল আপনাদেরকে। এত সুন্দর একটি কেক, পরিবারের সবাই মিলে একসাথে আনন্দ উদযাপন করা ইত্যাদি সত্যিই অনেক অসাধারণ ছিল। আপনার শ্বশুর মশাইয়ের জন্য দোয়া রইল! ভালো থাকবেন ,সুস্থ থাকবেন, আপনার জন্য সব সময় দোয়া রইল দিদি।


Best regards
You created exclusive and quality content
We wish you a happy new year 2025
Team 01 - Steemit Explorers Team

image.png

@damithudaya

 6 days ago 

Happy new year to you too @damithudaya Sir. Thank you for your support. 🙏

 6 days ago 

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি মেসো দ্রুত সুস্থ হোক আবার আপনাদের পরিবারটি আগের মত হোক। আমাদের জীবনের সবকিছু সবসময় পরিকল্পনা মাফিক করতে পারিনা। তাইতো পহেলা জানুয়ারি এবং আপনার এই বিবাহ বার্ষিকী দিনটিও আপনার পরিকল্পনা অনুযায়ী উদযাপন করতে পারেননি। না না ব্যস্ততার মাঝে দিনগুলো পার করছেন আপনারা। আশা করি আপনার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এবং মেসো সুস্থ হয়ে যাবে ।আপনাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা রইল দিদি🌹🌹

 5 days ago 

আসলে মানুষের এই দিনগুলো অনেক বেশি স্পেশাল হয়ে থাকে তবে আপনার ফ্যামিলির যে অবস্থা এই অবস্থায় এই বিষয়গুলো মাথায় থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু আপনার ননদের ছেলের বিষয়টা মাথায় ছিল এবং সে আপনাদের জন্য খুব সুন্দরভাবে ছোটখাটো পরিসরে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে।

আপনাদেরকে তারা কতটা ভালোবাসে এখান থেকেই কিন্তু বোঝা যায় যাই হোক নিজের খুব স্পেশাল দিনটা আপনারা খুব সুন্দর ভাবে না হোক অন্ততপক্ষে ছোটখাটো করে হলেও পার করতে পেরেছেন যেটা দেখে অনেক বেশি ভালো লাগছে আপনার আগামী দিনের পথ চলা আরো অনেক বেশি সুন্দর হোক প্রতিটা সমসসা কেটে যাক এটাই কামনা করে সৃষ্টিকর্তার কাছে ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.037
BTC 101233.12
ETH 3150.48
SBD 3.94