You are viewing a single comment's thread from:

RE: "সারপ্রাইজ"

in Incredible India5 days ago

আসলে মানুষের এই দিনগুলো অনেক বেশি স্পেশাল হয়ে থাকে তবে আপনার ফ্যামিলির যে অবস্থা এই অবস্থায় এই বিষয়গুলো মাথায় থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু আপনার ননদের ছেলের বিষয়টা মাথায় ছিল এবং সে আপনাদের জন্য খুব সুন্দরভাবে ছোটখাটো পরিসরে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে।

আপনাদেরকে তারা কতটা ভালোবাসে এখান থেকেই কিন্তু বোঝা যায় যাই হোক নিজের খুব স্পেশাল দিনটা আপনারা খুব সুন্দর ভাবে না হোক অন্ততপক্ষে ছোটখাটো করে হলেও পার করতে পেরেছেন যেটা দেখে অনেক বেশি ভালো লাগছে আপনার আগামী দিনের পথ চলা আরো অনেক বেশি সুন্দর হোক প্রতিটা সমসসা কেটে যাক এটাই কামনা করে সৃষ্টিকর্তার কাছে ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.24
JST 0.037
BTC 100304.87
ETH 3121.48
SBD 3.72