"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"

in Incredible Indialast month (edited)
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...XUjQx1pL4vKHctyQRHrrBbqt2dFgHqXJ89SVXUFjorpPkezNLW6CvkSopoS3DjshGYxy1hfEjz1UcFqrKMqQe9zdoCbrMSujco4ZQx62QeLYLZZ8nAJAdcVqSn.png

"Edited by Canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকেরই আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

আমার বিশ্বাস আপনারা প্রত্যেকেই আমাদের সাপ্তাহিক কিউরেশনে রিপোর্টটি পড়েছেন, যেটি আমাদের এ
অ্যাডমিন ম্যাম প্রত্যেক সপ্তাহে আমাদের সকলের সাথে শেয়ার করেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে, এখন থেকে প্রতি মঙ্গলবার তিনি কিউরেশন রিপোর্ট উপস্থাপন করবেন।

তাই আপনাদেরকে জানিয়ে রাখি আজকের পর থেকে আমাদের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট প্রতি সোমবার আমি উপস্থাপন করবো। এখন কোন লিংকের মাধ্যমে সকলের এনগেজমেন্ট চেক করা হবে, সেটাও ম্যাম ইতিমধ্যেই রিপোর্টে উপস্থাপন করেছেন।

1672344690977_010726.jpg

চলুন তার আগে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা নিজেদের কাজকে আরও একটু উন্নত করতে পারেন।

নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে কিছু পরামর্শ

  • সবার প্রথমেই মনে রাখবেন, আপনি যে ভাষায় লিখতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন,সব সময় সেই ভাষাতেই নিজের পোস্ট লিখবেন। কারন যেমনটা আপনারা সকলেই জানেন, স্টিমিট প্ল্যাটফর্মে লেখার জন্য সকল ভাষারই গ্ৰহন যোগ্যতা রয়েছে। কতজন মানুষ আপনার লেখা পড়তে পারবে, আর কতজন পারবেন না, কখনোই সেই হিসাব করবেন না।

  • যে ভাষার উপরে আপনার দক্ষতা কম, যে ভাষায় লেখার জন্য আপনাকে অন্য কারোর সাহায্য নিতে হয়, সেই ভাষায় নিজের পোস্ট লেখা সবার প্রথম বন্ধ করা উচিত। তাতে ভুলের সম্ভাবনা কম থাকে।

  • আপনারা যে, যেভাবেই লেখেন না কেন, লেখার শেষে নিজের লেখা পোস্ট পড়ার অভ্যাস তৈরি করুন, দেখবেন নিজের লেখায় কোনো ভুল থাকলে তা অবশ্যই আপনার চোখে পড়বে।

  • সব সময় চেষ্টা করবেন নির্ভুল ভাবে লেখার। বানানের দিকে সর্বদা নজর দেবেন। লেখার পড়ে সেটাকে পোস্ট করার পূর্বে বেশ কয়েকবার পড়ে নেবেন, যাতে বানান ভুলের সম্ভাবনা না থাকে।

  • বাক্য গঠনের দিকে অবশ্যই সচেতন হবেন। অনেক সময় পোস্ট পড়তে পড়তে বেশ কিছু ইউজারের পোস্টে বাক্য গঠনের ক্ষেত্রে অসংগতি চোখে পড়ে। এই অসর্তকতার কারনে বাক্যের মানে সঠিক ভাবে বোঝা যায় না।

  • সঠিক ও সুন্দর শব্দ চয়ন আপনার পোস্টের মান উন্নত করে। সুতরাং সবসময় অন্যের পোস্ট পড়ার অভ্যাস করুন, দেখবেন শব্দ চয়নের ক্ষেত্রে আপনার সুবিধা হবে।

  • নিজের পোস্ট সর্বদা ছোটো প্যারাগ্রাফে লেখার চেষ্টা করবেন। যাতে আপনার পোস্ট দেখতে আকর্ষণীয় হওয়ার পাশাপাশি, তার মধ্যে কোনো বানান ভুল থাকলে তা সহজেই চোখে পড়ে।

  • ছবি ব্যবহার করার সঠিক নিয়ম আপনারা সকলেই জানেন, তবে আমি অনুরোধ করবো সবসময় আপনার লেখার বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি ব্যবহার করার পাশাপাশি, ছবির সাইজের দিকেও লক্ষ্য রাখবেন। প্রতিটি ছবি একদম সমান মাপের হতে হবে এমন নয়, তবে তাদের মধ্যে যেন কিছুটা সামঞ্জস্য থাকে। যা আপনার পোস্টের সৌন্দর্য্য বৃদ্ধি করবে।

  • মার্ক ডাউন আমাদের পোস্টের সৌন্দর্য্য বাড়িয়ে দেয় ঠিকই, তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো, সঠিক বিষয় নির্বাচন। এরপর যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেগুলো হলো, বিষয়ের উপর ভিত্তি করে সঠিক শীর্ষক নির্বাচন, তার সাথে সঠিক ছবির ব্যবহার ও সবশেষে সঠিক হ্যাশট্যাগ নির্বাচন।

1672344690977_010726.jpg

যাইহোক,‌ এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো এই সপ্তাহে সকলের এনগেজমেন্ট ডিটেইলস। সবার প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করবো, কমিউনিটিতে কর্মরত সকল মডারেটরদের এনগেজমেন্ট ডিটেলস, -

"Moderators Engagement Details"

UsernameNo.of Postcomments
@sampabiswas788
@sairazerin551
@piya3479
@adylinah290

1672344690977_010726.jpg

এরপর আমি আপনাদের সাথে শেয়ার করবো, কমিউনিটিতে কর্মরত সকল অ্যাক্টিভ ইউজারদের এনগেজমেন্ট ডিটেলস, -

"Users Engagement Details"

UsernameNo.of Postcomments
@sayeedasultana865
@sifat420814
@shuhad7137
@rakibal754
@mdsahin111751
@mukitsalafi738
@jahidul21733
@baizid123728
@mou.sumi726
@shariarprottoy721
@pijushmitra717
@sabus72
@rubina2036109
@tanay1236100
@hasnahena628
@jakaria121618
@isha.ish616
@hafizur46n610
@yoyopk512
@shariful1253
@karobiamin7148
@muktaseo316
@sanaula30
@amekhan23
@farhanahossin23
@mrsokal200

1672344690977_010726.jpg

অনেকের কার্যক্রম অনেকটাই বেশি পরিবর্তন হয়েছে, যেটা আমাদের সকলের জন্য সত্যিই আনন্দের। তবে অনেকের কার্যক্রম আরও অনেক বেশি উন্নত হওয়ার প্রয়োজন আছে বলেই আমার মনে হয়। এমন অনেক ইউজার রয়েছেন যারা প্রতি সপ্তাহে একই অনুপাতে কাজ করে চলেছেন।

সমস্যার কথা যদি হয়, তাহলে কোনো একটি সপ্তাহে সমস্যা হতে পারে, কিন্তু যদি গত কয়েকটি এনগেজমেন্ট রিপোর্ট চেক করা হয়, তাহলে কিছু ইউজারের কাজে খুব বেশি পরিবর্তন লক্ষণীয় নয়। সুতরাং বলা যেতে পারে এটা তারা ইচ্ছাকৃতই করছেন। বারংবার বলা সত্ত্বেও তারা নিজেদের কাজটা নিজেদের মতন করেই করে চলেছেন।

যাইহোক এনগেজমেন্টের গুরুত্ব আপনাদেরকে বহুবার বোঝানো হয়েছে। তবে সেটা বুঝেও এনগেজমেন্ট বৃদ্ধি না করাটা, আপনাদের ব্যক্তিগত পছন্দ হতে পারে। তবে কমিউনিটির বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেখানে আপনাকে এনগেজমেন্ট বৃদ্ধি করতেই হবে। টিউটোরিয়াল ক্লাসের মাধ্যমে যে বিষয়গুলি সম্পর্কে ইতিমধ্যে আপনাদেরকে অবগত করা হয়েছে।

যেমনটা উপরোক্ত রিপোর্টে আপনারা দেখতে পারছেন, ক্রাইটেরিয়া অনুযায়ী এই সপ্তাহেও আমরা কাউকেই উইনার হিসেবে বেছে নিতে পারলাম না। আশাকরি আগামী সপ্তাহে সকলে আরও একটু এনগেজমেন্ট বৃদ্ধি করবেন, যাতে আমরা তিনজন উইনারকে বেছে নিতে পারি।

"Conclusions"

এই ছিল এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট। যার মাধ্যমে গত সপ্তাহে সকল ইউজারদের কার্যাবলী উপস্থাপন করা হলো। কমেন্ট করাটাই শেষ কথা নয়, সেই কমেন্টটা যাতে যথাযথ হয়, সেটা লক্ষ্য রাখাও নিজেদের দায়িত্ব। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।

Sort:  
 last month 
  • দিদি আপনাকে অনেক ধন্যবাদ সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

  • আজকের পোস্টটিতে সকল মডারেটর ও সদস্যদের এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু পরামর্শও দিয়েছেন যে কিভাবে একটা পরিপূর্ণ কমেন্ট করা উচিত, যেগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।

  • পাশাপাশি এটাও জানিয়েছেন যে এখন থেকে প্রতি সোমবার আমাদের এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করবেন।

  • সকল সদস্যের পক্ষ থেকে আবারও আপনাকে অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।

 last month 
  • প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই রিপোর্টটি মন দিয়ে পড়ার জন্য। আসলে মন্তব্য পড়লেই বোঝা যায় যে, কারা কারা রিপোর্টে মন দিয়ে পড়েছে এবং কারা শুধুমাত্র চোখ বুলিয়ে কমেন্ট করেছেন। সত্যি কথা বলতে আমি নিজের অভিজ্ঞতা থেকে উপরোক্ত কথাগুলো শেয়ার করেছি যেগুলো কাজ করাকালীন বা কাজ শুরু করার পূর্বে অ্যাডমিন ম্যাম আমাকে শিখিয়েছিলেন।

  • আর সেগুলো সঠিকভাবে পালন করার ফলাফল হিসেবে, এখনও ধৈর্য্য সহকারে প্লাটফর্মে কাজ করতে পারছি। এই কারণে নিজের অভিজ্ঞতা থেকে উপরোক্ত কথাগুলো আমি শেয়ার করেছি যাতে আপনার মতন যারা নতুন কাজ করছেন, তারা সঠিকভাবে কাজ করার পদ্ধতি গুলো অনুসরণ করতে পারেন। বাকিটা সকলেরই ব্যক্তিগত ইচ্ছে। তবে আপনার আমার পরামর্শ গুলো ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো। ভালো থাকবেন।

 last month 
  • আপনাকে অনেক ধন্যবাদ আমার মতামতের উওর দেওয়ার জন্য। আমি সত্যিই আপনাদের যেকোনো রিপোর্ট সময় দিয়ে মনযোগসহকারে পড়ার চেষ্টা করি। আপনার অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করেন এজন্য আমরাও সেই বিষয়গুলো অবগত হতে পারি।

  • এই প্লাটফর্মে কাজ করতে গেলে ধৈর্য্যের বিকল্প নেই। আপনাদের যেকোনো পরামর্শ মেনে চলাটা আমাদের মতো অনভিজ্ঞদের জন্য বাধ্যতামূলক, আর এটাই চেষ্টা করি সব সময়। আশা করি, এভাবেই পথ দেখাবেন। ভালো থাকবেন।

Loading...

Congratulations!

Your post has been upvoted by @steemladies.
The community where the Steemian ladies can be free to express themselves, be creative, learn from each other, and give support to their fellow lady Steemians.

Manually curated by patjewell for Steem For Ladies

Steem For Ladies

 last month 

Thank you for your support. 🙏

 last month 

দিদি সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট প্রকাশের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই সপ্তাহে আমার কিছুটা এনগেজমেন্ট বৃদ্ধি পেয়েছে। আশা রাখি আগামীতে আরো বৃদ্ধি পাবে।

আপনি আমাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। এগুলো অবশ্যই আমি পালন করবো এবং অন্য বন্ধুদেরকেও আহব্বান জানাবো পালনের জন্য। ভালো থাকবেন দিদি।

 last month 

ধন্যবাদ আপনাকে রিপোর্ট পড়ে মন্তব্য করার জন্য। এনগেজমেন্ট বৃদ্ধি করা সকলের নিজের জন্য গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের কোনো ব্যক্তিস্বার্থ নেই। এই কারণেই হয়তো আপনাদের বারংবার সে কথা বলা হয়। আপনি আপনার এনগেজমেন্ট আগামীতে আরও বৃদ্ধি করার চেষ্টা করবেন জেনে ভালো লাগলো। ভালো থাকবেন।

 last month 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর ভাবে এনগেজমেন্ট রিপোর্ট আমাদের সাথে উপস্থাপন করার জন্য। তবে নিজের এংগেজমেন্ট দেখে ততটা সন্তুষ্টি লাভ করতে পারিনি। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আরো ভালো কিছু করার চেষ্টা করব। ভালো থাকবেন।

 last month 

আপনাকেও ধন্যবাদ আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 last month 

প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও আপনি এনগেজমেন্ট রিপোর্ট এর ডিটেইলস চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।
সেই সাথে কিভাবে ভালো ভাবে লেখা যায় এ সম্পর্কে একটা দিকনির্দেশনা দিয়েছেন, যা অনুসরণ করলে অবশ্যই ভালোভাবে লেখা সম্ভব বলে আমি নিজেও মনে করি।
তবে এর পাশাপাশি আমার ব্যাক্তিগত অভিমত হলো, অন্যদের লেখা মনোযোগ দিয়ে পড়লেও আমরা অনেক কিছুই শিখতে পারি।
এ সপ্তাহেও এনগেজমেন্টে পিছিয়ে আছি যা দেখে লজ্জাবোধ হয়।প্রতিবারই বলি সামনে ভালো করবো কিন্তু সেটা হয় না।
এতো সুন্দর করে এই রিপোর্টটা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

 last month 

একদমই সঠিক বলেছেন, অন্যদের পোস্ট পড়েও আমরা অনেক কিছু শিখতে পারি। আসলে শেখার চেষ্টা থাকাটা সবথেকে বড়ো। সেটা যদি থাকে তাহলে আমরা বিভিন্ন ভাবেই শিখতে পারি। আমার বিশ্বাস আপনি আগামীতে নিজের এনগেজমেন্ট আরও বৃদ্ধি করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে মন্তব্য করার পাশাপাশি, নিজের মতামত শেয়ার করার জন্য। এই কথাটা আমি সবসময় বলি, যদি আপনাদের কোনো ব্যক্তিগত অভিমত থাকে তাহলে অবশ্যই সেটা শেয়ার করবেন। আপনি সেটা করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। ভালো থাকবেন।

 last month 

কো-এ্যাডমিন ম্যামের কাছে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি। এত সুন্দর ভাবে সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্টটি প্রকাশ করার জন্য।
গত সপ্তাহে নিজের এনগেজমেন্ট খারাপ হওয়ার কারণে খুব খারাপ লেগেছিল। এই সপ্তাহে এনগেজমেন্ট অনেকটাই বৃদ্ধি করতে পেরেছি।
সেই সাথে অনেক গুরুত্বপূর্ণ তথ্যও তুলে ধরেছেন আমাদের মাঝে।
তবে ইনশাআল্লাহ আমি আগামী দিনে আমার এনগেজমেন্ট আরো বৃদ্ধি করব।

 last month 

আপনাকে ধন্যবাদ জানাই পুনরায় নিজের জায়গায় ফিরে আসার জন্য। আগের সপ্তাহে আপনার এনগেজমেন্ট দেখে আমিও কিয়দাংশে অবাক হয়েছিলাম। তবে আবার নিজের চেস্টায় আগের জায়গায় ফিরে এসেছেন দেখে সত্যিই ভীষন ভালো লাগছে। ব্যক্তিগত জীবনের সমস্ত কাজ করার পরেও যে, এনগেজমেন্ট বৃদ্ধি করা যায় সেটা আপনি প্রমাণ করতে পেরেছেন। এমনভাবেই এগিয়ে চলুন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য। ভালো থাকবেন।

 last month 

আসলে দিদি ঐ সপ্তাহে আমি একটু কাজে ঢাকায় গিয়েছিলাম। যার কারণে অনেক ব্যস্ততার মাঝে নিজের এনগেজমেন্ট বৃদ্ধি করতে পারিনি। ঐ সপ্তাহের এনগেজমেন্ট দেখে আমার নিজেরও খুব খারাপ লেগেছিল।
আসলেই মন থেকে কোন কিছু করতে চাইলে অসম্ভবকেও সম্ভব করা যায়।
তবে ইনশাআল্লাহ আমি আবারো নিজের জায়গা ধরে রাখবো। আমার জন্য দোয়া করবেন।
আপনার জন্যও সব সময় শুভকামনা রইল। ভালো থাকবেন।

 last month 

দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট টা খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য। এনগেজমেন্ট বৃদ্ধি করা সকলের উচিত। আমার এনগেজমেন্ট ও কমে গেছে তাই ইনশাআল্লাহ এখন হতে এনগেজমেন্ট বৃদ্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন

 last month 

আমিও আশা করবো যাতে আপনার এনগেজমেন্ট বৃদ্ধি পায়। ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আমাদের মাঝে সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট উপাস্থপন করার জন্য ৷ আসলে দিদি আমার আগের তুলনায় এবারে এনগেজমেন্ট খুবই কম কারণ, আমার অনার্স ফাইনাল বর্ষের পরিক্ষা চলতেছে প্রায় দেড় মাসের মত পরিক্ষা চলবে এই পরিক্ষা চলাকালীন সময়ে কয়েকটা দিন স্টিমিট প্লাটফর্মে খুবই কম এক্টিভ থাকবো ৷ তারপরও চেষ্টা করবো বেশ কিছু পোস্ট আর বেশ কিছু কমেন্ট করার ৷ আশা করি দিদি আমার বিষয় টা একটু বুঝবেন ৷

যাই হোক আপানাকে আবারো ধন্যবাদ জানাই ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আগামী দিনগুলোর জন্য শুভকামনা রইল ৷ 🧡🙏

 last month 

আপনার পরীক্ষার জন্য অনেক শুভকামনা রইলো। আশাকরি পরীক্ষা ভালো ভাবেই দেবেন। আর পরীক্ষা শেষে পুনরায় আগের মতোই নিজের এনগেজমেন্ট বজায় রাখবেন। অনেক ধন্যবাদ আপনাকে পরীক্ষার মাঝে সময় বের করে আমার পোস্ট পড়ে নিজের মন্তব্য শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 62028.87
ETH 3416.72
USDT 1.00
SBD 2.48