"নৌকা ভ্রমণের সুন্দর স্মৃতি"

in Incredible India11 days ago
IMG_20241219_103859.jpg
"কিছু সুন্দর মুহুর্ত"

Hello,

Everyone,

ইদানিং মাঝেমধ্যেই ফোনটা হঠাৎ করে হ্যাং করছে। টাইপ করতে গেলে টাইপও হচ্ছে না ঠিকঠাক। তখন ফোনটাকে রিস্টার্ট করার পর, তবেই টাইপ করা সম্ভব হচ্ছে। তাই আজ সন্ধ্যার পরে কমিউনিটির কাজগুলো শেষ করে, একটু সময় নিয়ে পুরনো ছবিগুলো দেখে দেখে ডিলিট করতে বসেছিলাম।

IMG_20241219_101509.jpg
"জলের মধ্যে গাছের প্রতিচ্ছবিটি বেশ সুন্দর লাগছিলো দেখতে"

সত্যি বলতে ছবি ডিলিট করতে আমার একদমই ভালো লাগে না। কারণ প্রতিটি ছবি তোলার পিছনে কারণ থাকে, তাই ছবি গুলোর মধ্যে কিছু না কিছু স্মৃতি অবশ্যই থাকে। কিন্তু ফোনটা ভালো রাখতে গেলে, কিছু ছবি ডিলেট করাটাই একমাত্র উপায়। তাই যে ছবিগুলো পূর্বে ব্যবহৃত হয়েছে, বা যে ছবিগুলো সংক্রান্ত লেখা ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে, সেই ছবিগুলো বেছে বেছে আজ ডিলিট করতে বসেছিলাম।

তখনই হঠাৎ করে এই ছবিগুলো চোখে পড়লো। বেশ কয়েকমাস আগে তোলা এই ছবিগুলো এবং এই ছবির পিছনে স্মৃতিগুলোর‌ কথা আপনাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজ সেই দিনের গল্পই আপনাদের সাথে শেয়ার করি।

IMG_20241219_101527.jpg
"মাঝে আমি পিছনে রাখী ও ছোট্ট বোনটি"
IMG_20241219_101403.jpg
"আমার সামনে সঙ্গীতা ও পিয়ালী"

ছবিগুলো আমাদের গ্রামে গিয়ে তোলা, আপনারা হয়তো বুঝতে পারছেন নৌকা চড়ার সময় ছবিগুলো তুলেছিলাম। প্রথমেই জানিয়ে রাখি আমি নিজের সাঁতার জানিনা। তবে যেখানে আমরা নৌকা চড়তে গিয়েছিলাম, সেখানে কোমড় সমান জল ছিলো, তাই পড়ে গেলেও অন্তত ডোবার ভয় ছিল না। আর ডোবার ভয় ছিল না বলেই, আমি নৌকায় উঠেছিলাম। না হলে কিছুতেই উঠতাম না।

ছবিতে আপনারা আমার সাথে আমার বান্ধবীদেরও দেখতে পারছেন। সবাই মিলে প্ল্যান করেই সেদিন নৌকা চড়তে গিয়েছিলাম। তবে আমরা যখন নৌকা চড়তে গিয়েছিলাম, তখন সূর্যি মামা অস্ত যাওয়ার পথে। তাই ছবিগুলো একটু অন্ধকারের মধ্যেই তোলা হয়েছিল। তবে ছবি অন্ধকার হলেও স্মৃতিগুলো কিন্তু দিনের আলোর মতোই উজ্জ্বল ছিলো।

IMG_20241219_101548.jpg
"পিয়ালি নৌকা চালানোর ট্রেনিং নিতেই ব্যস্ত"

নৌকা চালানোরও বেশ কিছু নিয়ম আছে, তবে সে সম্পর্কে অভিজ্ঞতা ছিল না আমাদের। তাই সাথে করে আমরা ছোট্ট একটা বোনকে নিয়েছিলাম। প্রতিদিন কমবেশি ও ওই নৌকাটি চালাতো কারণ, ঐ নৌকাটি ওর বাবারই তৈরি। তাই নৌকার চালানোর সম্পর্কে সামান্য কিছু অভিজ্ঞতা ওর ছিল। আর ওর নির্দেশ অনুসারেই আমার বান্ধবী পিয়ালীও নৌকা চালানোর প্রচেষ্টা করছিলো।

IMG_20241219_101753.jpg
"এই শাপলা গুলো বেশ অনেকটাই বড় ছিলো"
IMG_20241219_101630.jpg
"শাপলা ফুল"

নৌকাতে উঠে খুব বেশিক্ষণ সময় আমরা কাটাইনি ঠিকই, তবে যতটুকু সময় ছিলাম বেশ মজা করেছিলাম। যে জমির উপর দিয়ে নৌকা চলেছিলো, সেখানে প্রচুর পরিমাণে শাপলা হয়েছিলো, তার কিছু ছবি আমি তোমার চেষ্টা করেছি। তবে বেশিরভাগ শাপলাই আশেপাশের মানুষেরা তুলে নিয়েছিলো। আরও ছিল কলমী শাক। ছাড়াও বেশি কিছু আগাছাও ছিলো, যেগুলোতে একেবারেই খাওয়ার উপযুক্ত নয়।

IMG_20241219_101715.jpg
"আকাশে তখন চাঁদ উঠছিলো"

আর এই সবকিছুর সাথে ছিল প্রচুর পরিমাণে মশাও। প্রথমত সূর্য ডোবার মতো হয়ে গিয়েছিলো, ঔতার উপরে ওখানে বৃষ্টির জমা জল ছিল। তাই মশা হওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু ওই সময় এতো মশা আমাদের কামড়াচ্ছিল যে, প্রত্যেকেই ডেঙ্গু হওয়ার আশঙ্কা নিয়ে নৌকা চড়ছিলাম।

IMG_20241219_101837.jpg
"এই আগাছাতেই আটকে গিয়েছিলো আমাদের নৌকা"

এরপর বেশ কিছুক্ষণ আমাদেরকে কষ্ট করতে হয়েছিল নৌকা থেকে নামার জন্য। কারণ কিছু আগাছার মধ্যে নৌকা এমন ভাবে আটকে গিয়েছিল যে, সেখান থেকে বেরিয়ে পাড়ে আসাটা বেশ কষ্টসাধ্য হয়ে গিয়েছিল।

IMG_20241219_101809.jpg
"অনেক কষ্টে বোনটি আগাছা সরিয়েছিলো"

কিন্তু শেষ পর্যন্ত ওই ছোট্ট বোনটির চেষ্টায় আমরা পাড় পর্যন্ত পৌঁছে ছিলাম। আমি নৌকার একেবারে মাঝখানে ছিলাম। মাঝেমধ্যে এমনভাবে দুলছিল যেন মনে হচ্ছিল জলের মধ্যেই পড়ে যাবো। তবুও শুরুতে ভয় লগলেও পরের দিকে বেশ মজাই লাগছিল।

IMG_20241219_101653.jpg
"যতদূর চোখ যাচ্ছিলো শুধু জল"
IMG_20241219_101604.jpg
"প্রকৃতির কিছু অপূর্ব দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছিলো সেদিন"

আসলে বন্ধুদের সাথে প্রতিটি মুহূর্তই উপভোগ্য হয়ে ওঠে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নৌকা চড়ার ঐ আনন্দ ঠিক কত বছর বাদে পুনরায় অনুভব করেছিলাম, তার কোনো হিসেব ছিল না বলেই বোধহয় ওই মুহূর্তগুলো আরও অনেক বেশি উপভোগ করেছি।

IMG_20241219_101428.jpg
"নৌকা থেকে নেমে এই ছবিটি তুলেছিলাম"

যাইহোক সেই সময়ের কোনো কারণও আপনাদের সাথে হয়তো এই আনন্দের মুহূর্ত শেয়ার করা হয়নি। ভেবেছি পরে শেয়ার করবো। তবে কোনো না কোনো ভাবে ছবিগুলো ফোনের গ্যালারির বেশ কিছুটা নীচ পর্যন্ত পৌঁছে গিয়েছিলো। আজ হঠাৎ সেগুলো দেখতে পেয়ে খানিকটা নিজেও আনন্দিত হলাম, আর আপনাদের সাথেও সেই আনন্দের অনুভূতি টকু ভাগ করে নিলাম।

আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা হয়তো প্রায়ই এইরকম নৌকা ভ্রমণের আনন্দ উপভোগ করে থাকবেন। তবে আমার মতন যারা জলে নামতে ভয় পান, বা সাঁতার কাটতে জানেন না, তাদের কাছে এই রকম নৌকা চলার অভিজ্ঞতা কিন্তু রোমাঞ্চকর। যাক আপনাদের কেমন লাগলো ছবিগুলো দেখে, তা মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো থাকবে সকলে।

"ছবি গুলো ক্রপ করার কারণে তারিখ গুলো পরিবর্তিত দেখাচ্ছে"

5c08ed51-26dc-462f-94f6-6f9e6e0fa2b4.gif

Sort:  

it's seems that you had amazing time with your love ones... a picnic is must to get some relaxation from buzy & stressful life...

 10 days ago 

Thank you so much for visiting my post.

it's my pleasure..

 11 days ago 

নৌকা চালাতে আমারও বেশ ভালো , যদি কাজের সময় নৌকা চালাতে বলে তখন আমার একদমই নৌকা চালাতে মন চায় না এমনকি ভালো লাগে না 😢। এলোমেলো ছবি হোক বা সুন্দরভাবে ছবি একেকটা ছবির মধ্যে স্মৃতি জড়িয়ে থাকে বহুদিন পর যদি ওই ছবিগুলো চোখে পড়ে ওই স্মৃতিগুলো মনে পড়ে যায়।

আমার আমার গ্যালারিতে ভালো হোক বা খারাপ ছবিগুলো রেখে দেই স্মৃতি হিসেবে। সুন্দর স্মৃতিগুলো ভুলে যাব ওইসব ছবিগুলো চোখে পড়লে বা দেখলে আবার স্মৃতি গুলো মনে পড়ে যাবে।

আপনার সাহস আছে বলতে হয় । সাঁতার না জানা সত্ত্বেও নৌকাতে উঠে পড়েন ভ্রমণ করার জন্য যদিও অল্প পানি থাকায়।

আমার নৌকাতে উঠার চাইতে চালানো সবচেয়ে আনন্দ লাগে। তাই প্রায়ই সময় যদি নৌকাতে ঘুরাঘুরি করতে হয় বা কাজ করতে হয় আমি নৌকা চালাই আমাদের বড় বিলে।

দিদি এত সুন্দর স্মৃতির ছবিগুলো দিয়ে আপনার পিছনের স্মৃতি কথা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 10 days ago 

না ভাই, আমার একদমই সাহস নেই। সত্যিই যদি ওখানে ডুবে যাওয়ার মতন জল থাকতো, আমি কিছুতেই নৌকায় উঠতাম না। এটা ঠিক যতই এলোমেলো ছবি হোক না কেন, সমস্ত ছবির পিছনে আমাদের ব্যক্তিগত কিছু স্মৃতি লুকিয়ে থাকে। এই কারণে ছবি ডিলিট করার আমি ঘোর বিরোধী। কিন্তু কাজের ক্ষেত্রে যখন সমস্যা দেখা দেয়, তখন ফোনকে ঠিক রাখার জন্য কিছু কিছু ছবি ডিলিট করতেই হয়। আপনার মত নৌকা চালাতে জানি না, তাই সেই আনন্দ ঠিক কেমন বলতে পারব না তবে হ্যাঁ নৌকা চড়তেও খুব একটা খারাপ লাগে না। কিন্তু সাঁতার জানলে আরও বেশি করে নৌকা চড়াটা উপভোগ করতে পারতাম এই আর কি। আমার পোস্ট পড়ে আপনি মন্তব্য শেয়ার করেছেন,এতে আমি সত্যিই খুশি হয়েছি। ভালো থাকবেন।

Loading...

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.037
BTC 91871.58
ETH 3318.19
USDT 1.00
SBD 2.31