You are viewing a single comment's thread from:

RE: "নৌকা ভ্রমণের সুন্দর স্মৃতি"

in Incredible India11 days ago

নৌকা চালাতে আমারও বেশ ভালো , যদি কাজের সময় নৌকা চালাতে বলে তখন আমার একদমই নৌকা চালাতে মন চায় না এমনকি ভালো লাগে না 😢। এলোমেলো ছবি হোক বা সুন্দরভাবে ছবি একেকটা ছবির মধ্যে স্মৃতি জড়িয়ে থাকে বহুদিন পর যদি ওই ছবিগুলো চোখে পড়ে ওই স্মৃতিগুলো মনে পড়ে যায়।

আমার আমার গ্যালারিতে ভালো হোক বা খারাপ ছবিগুলো রেখে দেই স্মৃতি হিসেবে। সুন্দর স্মৃতিগুলো ভুলে যাব ওইসব ছবিগুলো চোখে পড়লে বা দেখলে আবার স্মৃতি গুলো মনে পড়ে যাবে।

আপনার সাহস আছে বলতে হয় । সাঁতার না জানা সত্ত্বেও নৌকাতে উঠে পড়েন ভ্রমণ করার জন্য যদিও অল্প পানি থাকায়।

আমার নৌকাতে উঠার চাইতে চালানো সবচেয়ে আনন্দ লাগে। তাই প্রায়ই সময় যদি নৌকাতে ঘুরাঘুরি করতে হয় বা কাজ করতে হয় আমি নৌকা চালাই আমাদের বড় বিলে।

দিদি এত সুন্দর স্মৃতির ছবিগুলো দিয়ে আপনার পিছনের স্মৃতি কথা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Sort:  
 10 days ago 

না ভাই, আমার একদমই সাহস নেই। সত্যিই যদি ওখানে ডুবে যাওয়ার মতন জল থাকতো, আমি কিছুতেই নৌকায় উঠতাম না। এটা ঠিক যতই এলোমেলো ছবি হোক না কেন, সমস্ত ছবির পিছনে আমাদের ব্যক্তিগত কিছু স্মৃতি লুকিয়ে থাকে। এই কারণে ছবি ডিলিট করার আমি ঘোর বিরোধী। কিন্তু কাজের ক্ষেত্রে যখন সমস্যা দেখা দেয়, তখন ফোনকে ঠিক রাখার জন্য কিছু কিছু ছবি ডিলিট করতেই হয়। আপনার মত নৌকা চালাতে জানি না, তাই সেই আনন্দ ঠিক কেমন বলতে পারব না তবে হ্যাঁ নৌকা চড়তেও খুব একটা খারাপ লাগে না। কিন্তু সাঁতার জানলে আরও বেশি করে নৌকা চড়াটা উপভোগ করতে পারতাম এই আর কি। আমার পোস্ট পড়ে আপনি মন্তব্য শেয়ার করেছেন,এতে আমি সত্যিই খুশি হয়েছি। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.037
BTC 91899.71
ETH 3314.54
USDT 1.00
SBD 2.34