You are viewing a single comment's thread from:

RE: প্রাক্তন স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যোগদান!🥰

in Incredible Indiayesterday

স্কুল জীবনের স্মৃতি সব সময় হৃদয়ে বিষের জায়গা নিয়ে থাকে আর বার্ষিকী অনুষ্ঠানে ফিরে যাওয়ার অনুভূতিশ সত্যি অসাধারণ ছিল। পুরনো বন্ধু শিক্ষক ও প্রিয় মাঠের মাঝে কাটানো মুহূর্তগুলো যেন আবার নতুন করে জীবন্ত হয়ে উঠল আপনার। আপনার অভিজ্ঞতা পড়তে দারুণ লাগলো।

Sort:  
 yesterday (edited)

স্কুল জীবনের স্মৃতি সব সময় হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে থাকে। সেই সময়ে বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্ত, শিক্ষক-শিক্ষিকাদের দেওয়া মূল্যবান পাঠ এবং প্রিয় মাঠে খেলা বা আড্ডা দেওয়ার স্মৃতিগুলো কখনো মুছে যায় না। যখন বার্ষিকী অনুষ্ঠানে ফিরে যাই, সব কিছু যেন পুনরায় জীবন্ত হয়ে ওঠে—প্রতিটি হাসি, প্রতিটি চঞ্চলতা সবই যেন আবার এক নতুন রূপে ফিরে আসে।

এমনকি সেই পুরনো বন্ধুদের সাথে আবার দেখা হওয়ার সময়ও হৃদয়ের মাঝে এক অদ্ভুত অনুভূতি কাজ করে—যেন কতকাল পর সব কিছু পুরনো জায়গায় ফিরেছে, কিন্তু সময়ের সাথে আমরা সবাই একটু বদলে গেছি। স্মৃতি এবং অভিজ্ঞতার এই অদ্ভুত মিশ্রণ অনেক সময় মনের মধ্যে গভীর ছাপ রেখে যায়।

স্কুল জীবনের সবচেয়ে বড় দিক হলো, সেখানকার সম্পর্কগুলো। সেটা বন্ধুদের সাথে, শিক্ষক-শিক্ষিকাদের সাথে কিংবা স্কুলের প্রতিটি জায়গার সাথে আমাদের এক নিবিড় সম্পর্ক থাকে। এই সম্পর্কগুলো সময়ের সাথে আরো মধুর হয়ে ওঠে, যখন আমরা সেগুলোর প্রতি ফিরে তাকাই।

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.25
JST 0.035
BTC 97827.50
ETH 2688.37
SBD 2.96