RE: হঠাৎ ছুটির গল্প
প্রথমেই জানাই দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত জানাই এত দেরিতে আপনার পোস্টের রিপ্লে করার জন্য। আসলে আমি অনেক ব্যস্ততার মাঝে ছিলাম ।
আমিও পশুদের কষ্ট দেওয়ার পক্ষে নই,কিন্তু বাস্তবতা আমাদের মেনে নিতে হবে।আমি পায়রা গুলো বিক্রি করে দিয়েছি ঠিকই কিন্তু এর পরিবর্তে অর্থ নিয়েছি কারণ পরবর্তীতে আমি আমার মেয়ের জন্য আরো পাখি কিনব ।
আমারও মনটা খুব খারাপ লাগছে এই বিষয়টা নিয়ে। আসলে পোষা প্রাণীদের আমরা যেমন ভালোবাসি, ওরাও আমাদের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। ওদের থেকে আলাদা হওয়া কখনোই সহজ নয়। কিন্তু কখনো কখনো এমন কিছু পরিস্থিতি আসে, যেখানে হয়তো নিজের মনের কষ্টকে পাশ কাটিয়ে বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হয়।
পায়রাগুলো বিক্রি করতে হয়েছিল কারণ সেগুলো বারবার তাদের ডিমগুলো নষ্ট করে ফেলছিল। তবুও, মনে হয় যদি এমন কাউকে দেওয়া যেত যে সেগুলোর প্রতি মমতা দেখাবে, তাহলে হয়তো অন্তত একটা স্বস্তি পাওয়া যেত। অর্থের বিনিময়ে দেওয়া ঠিক কি ভুল, সেটার জবাব হয়তো ওরাই দিতে পারতো, যদি কথা বলতে পারত। এই চিন্তাগুলোই আমাকে বারবার পিছু টানে।