করবি আপুর পোস্টে ওনার শ্বশুরের অনেক প্রশংসা শুনেছি আর উনার পোস্ট থেকে এতোটুকু বুঝতে পেরেছি অনার শ্বশুর অত্যন্ত ভালো একজন মানুষ।।
কালকে হঠাৎ করে উনি আমাদের কমেন্ট দিতে বলেন আমার শ্বশুর হৃদরোগে আক্রান্ত শুনে তখনই খারাপ লাগতেছিলল।। কিন্তু কি করার সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন আবার তাকে নিয়ে যাবেন এটাই নিয়ম।।
সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছে করবি আপুর জন্য ।।।এটা একদম সত্যি বলেছেন ওনার শূন্যতা হয়তো আর পূরণ হবে না কিন্তু মেনে নিতে হবে।।
জ্বী ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন করবীভাবির মুখে আমি অনেকবার তার শ্বশুরের কথা শুনেছি। তিনি শ্বশুরবাড়িতে তার সাপোর্ট অনেক পেয়েছে। যাইহোক আমরা সবাই দোয়া করি তার শশুর যেন জান্নাত বাসী হন।