You are viewing a single comment's thread from:

RE: "আমার বর্তমান মানসিক পরিস্থিতি "

in Incredible India21 days ago

জীবনে মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যে প্রস্তুতি যায় না কাউকে বলে বোঝানো যায় না সহ্য করা।

আপনাদের সাথে পরিচয় হওয়ার পর থেকেই আপনার শ্বশুরমশায়ের অসুস্থতা কথা অনেকবার শুনেছি কিন্তু সবচাইতে এবার কঠিন পরিস্থিতি।। আর যেটা নিয়ে বেশ দৌড়াদৌড়ির উপরে রয়েছেন।। কখন সকাল কখন রাত কিছুই যেন বুঝে উঠতে পারছেন না।। হসপিটালে থাকলে মানুষের আর্তনাদ খুব কাছ থেকে বোঝা যায়।।

বেশ খারাপ লাগলো আপনার বর্তমান পরিস্থিতি জেনে।। তবে দোয়া করি ঈশ্বর যেন আপনার সকল সমস্যার সমাধান করে দেন।।।

Sort:  
 19 days ago 

হ্যাঁ শ্বশুর মশাই অনেকদিন যাবৎ অসুস্থ। এইবার সব থেকে বেশি দিন ওনাকে নিয়ে হসপিটালে কাটাতে হয়েছে। তবে হ্যাঁ সুস্থতার আর কোনো আশা নেই, তাই ভবিষ্যতে আরো কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা কেউই জানিনা। হসপিটাল আমাদের জীবনের বাস্তবতা যেমন বোঝায়, তেমনি আমরা কতখানি অসহায় সেটাও সেখানে বসেই সব থেকে ভালো উপলব্ধি করতে পারি। আপনার প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 97900.73
ETH 2746.88
SBD 0.43