রেনডম ফটোগ্রাফি
অনেকদিন পর আপনাদের মাঝে আবারও রেনডম ফটোগ্রাফি নিয়ে হাজির হয়ে গেলাম। দীর্ঘ পাঁচ ছয় দিন হয় পোস্ট করতে পারছিলাম না, আবারও সময় বের করে পোস্ট লেখা শুরু করলাম। আসলে ব্যস্ত থাকলেও চাইলেও অনেক কিছু করা যায়, যদি মনের অবস্থা ভালো না থাকে তাহলেই সমস্যা। অনেক কারণেই মনটা আপসেট ছিল তাই পোস্টটা বন্ধ রেখেছিলাম সবকিছু মিলিয়ে আবারো শুরু করছি।
আপনারা উপরে যে ফুল দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে তিল গাছের ফুল। অসম্ভব সুন্দর ফুলটি প্রতিবছরে একবার হলেও নজরে আসে কারণ অনেকেই এটি রোপন করে থাকে। যখন একসাথে সবগুলো ফুল ফুটে থাকে তখন আরো বেশি সুন্দর লাগে আর থোকায় থোকায় ফুলগুলো থাকে এই কারণে দেখতে আরো বেশি সুন্দর। কিন্তু আগের তুলনায় বর্তমান সময়ে তিল রোপন করার চাহিদা মানুষের অনেক বেশি কমে গেছে, তারপরও অনেকেই রোপন করে থাকে।
এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি অতি পরিচিত একটি গাছ যেটা জঙ্গলে বা জমিতে দেখতে পাওয়া যায়। ছোট থাকতে, এই হাতির সুরের ফুলের গাছ নিয়ে অনেক খেলা করেছি বন্ধুদের সাথে, তাই এটার সাথে অনেক স্মৃতি রয়েছে। ছোট ভাইবোনেরা মাঝে মাঝে এটি নিয়ে খেলা করে থাকে প্রায় সব জায়গায় এটি দেখতে পাওয়া যায়।
এখন আর একটি অযত্নে বা জমির ফসলের সাথে বেড়ে ওঠা খাস ফুলের ফটোগ্রাফি সেটা বরাবরই অসম্ভব সুন্দর লাগে। যখন মানুষ ধান রোপন করে থাকে তখন জমিতে এই ঘাস ফুলগুলো সবচাইতে বেশি দেখতে পাওয়া যায়। আর যখন ফুলগুলো একদম ফুটে যায় তখন আরো বেশি সুন্দর লাগে। গ্রামে যারা রয়েছে তাদের কাছে অতি পরিচিত এই ঘাসফুল।
এরপর যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি নাম অজানা একটি ফুল। অনেকের বাসা বাড়িতে এই ফুল দেখতে পাওয়া যায়। এই ফুলটা আমি এক আংকেলের বাসায় দেখেছি, এই ফুলগুলো একটা নির্দিষ্ট সময় ফুটে থাকে আর দীর্ঘ সময় ধরে থাকে, যেটা অনেকের কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক ফুল আছে যেগুলো ফোটার পর দীর্ঘ সময় থাকে না কিছু সময় থাকার পরেই সেগুলো ঝরে যায় কিন্তু এই ফুলটা এর বিপরীত।
এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি আমার বাসার কাছে রয়েছে কিন্তু নামটা আমার জানা নেই। ফুলটি দেখতে প্রায় সাদা যার জন্য দূর থেকে অনেকের নজর কাড়ে। আর বরাবরই প্রতিটি মানুষের সাদা জিনিস অনেক বেশি ভালো লাগে আমারও বেশ ভালো লাগে।
আমার মনে হয় প্রতিটি মানুষ ফুলকে পছন্দ করে থাকে কিন্তু একেক জনের একেকটি ফুল প্রিয় থাকে। তো অবশ্যই আপনার কোন ফুলটি প্রিয় কমেন্টে জানাবেন।
আপনি বিভিন্ন ধরনের ফুলের ছবি আমাদের মাঝে তুলে ধরেছেন। এরকম অজানা বিভিন্ন ধরনের ফুল আমাদের চারপাশে রয়েছে। এইসব ফুলের সাথে আমরা একদমই পরিচিত নয়। তবে আমি সমস্ত ফুল চিনি। আপনার মত আমারও কিছু কিছু ফুলের নাম জানা নেই। আমার মামার বাড়ির সামনে শিব মন্দির রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের পূজা হয়। পূজা শেষে ফুল বেল পাতার সাথে হয়তো তিল আরও বিভিন্ন ধরনের জিনিস ফেলা হয় সেখানে মাঝে মাঝে দেখতাম তিল গাছ জন্মাতে। তখন থেকে আমার তিল গাছের ফুল আমি চিনি। এছাড়াও বাপের বাড়ি বেড়াতে গেলে হাতির সুর তো দেখতে পেতাম। বাদবাকি যে ফুলগুলোর ফটোগ্রাফি করেছেন সেগুলোর নাম আমারও জানা নেই। কিন্তু আমাদের আশেপাশে ফুলগুলো হয়। আপনার সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো।
ঘরের মানুষ ঘরে ফিরে আসুক মন থেকে সেটাই কামনা করি, ভালো লাগলো অনেকদিন পর আপনার পোস্ট দেখে, আশাকরি এখন থেকে প্রতিদিন লেখা পড়ার সুযোগ পাবো। ভালো থাকবেন সবসময়।
সত্যি ভাই অসাধারণ ফটোগ্রাফি প্রতিটা ছবি যেন কথা বলছে বিশেষ করে তিলের ফুলের ছবিটা অসম্ভব সুন্দর হয়েছে তার পাশাপাশি হাতিশুর এই গাছের ছবিটা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ বেশ কিছু মন কাড়া ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।
মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে আপনার ফটোগ্রাফিকে বেশ ভালো লাগছে যেন আমারও ভালো লাগলো ভাই।। ধন্যবাদ মূল্যবান মতামত এত সুন্দর ভাবে প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।
আপনার ওঠানো ফটোগ্রাফি গুলো আসলেই মনের মত হয়েছিল আমি আনন্দের সাথে আপনার পোস্টটি সম্পূর্ণ পড়েছিলাম আমি চাই পরবর্তীতে আপনার ফটোগ্রাফি পোস্ট দেখতে।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট পড়ে খুব সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন।