আপনি বিভিন্ন ধরনের ফুলের ছবি আমাদের মাঝে তুলে ধরেছেন। এরকম অজানা বিভিন্ন ধরনের ফুল আমাদের চারপাশে রয়েছে। এইসব ফুলের সাথে আমরা একদমই পরিচিত নয়। তবে আমি সমস্ত ফুল চিনি। আপনার মত আমারও কিছু কিছু ফুলের নাম জানা নেই। আমার মামার বাড়ির সামনে শিব মন্দির রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের পূজা হয়। পূজা শেষে ফুল বেল পাতার সাথে হয়তো তিল আরও বিভিন্ন ধরনের জিনিস ফেলা হয় সেখানে মাঝে মাঝে দেখতাম তিল গাছ জন্মাতে। তখন থেকে আমার তিল গাছের ফুল আমি চিনি। এছাড়াও বাপের বাড়ি বেড়াতে গেলে হাতির সুর তো দেখতে পেতাম। বাদবাকি যে ফুলগুলোর ফটোগ্রাফি করেছেন সেগুলোর নাম আমারও জানা নেই। কিন্তু আমাদের আশেপাশে ফুলগুলো হয়। আপনার সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো।