RE: একটি পরিবারে সব চেয়ে বেশি বড় ছেলের ওপরেই দায়িত্বটা চলে আসে।
অনেকের ক্ষেত্রে রেখেছি বাবার পরে সংসারের দায়িত্ব বা ছোট ভাই বোনের দায়িত্ব শুধুমাত্র বড় ভাইয়ের কাঁধে এসে পড়ে আপনি আপনার বিষয়গুলো আমাদের সাথে আগে ও শেয়ার করেছেন যেখানে আপনি বলেছিলেন আপনাকে বাহিরে নিয়ে আসার জন্য আপনার ভাই অনেক কষ্ট করেছে দিনশেষে যখন নিজেদের ঋণ পরিশোধ করেছিলেন একটা ঘর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখনই আপনার মায়ের পৃথিবী ছেড়ে চলে গেছে।
আসলে আমার কাছে মনে হয় একজন মা তার অনেকগুলো সন্তানকে সঠিকভাবে পালন করার জন্য গুরুত্বপূর্ণ চেষ্টা করে থাকে মাঝে মাঝে দেখা যায় কিছু মায়ের হাজব্যান্ড মারা যাওয়ার পরেও সেটা সন্তানদের জন্য দ্বিতীয় বিয়ে করে না কিন্তু বাবার ক্ষেত্রে এমনটা কখনো হয় বলে আমার মনে হয় না তবে হয় সেটা মাঝে মধ্যে হয়তোবা একশোর মধ্যে ১০ জন হতে পারে তবে আপনার বাবার ক্ষেত্রে যতটুকু দেখলাম উনি নিজে থেকেই বিয়ে করে নিয়েছেন।
আপনাদেরকে বলল আপনারা তার জন্য কিছুই করেননি বাবার জন্য আপনারা এখন যা কিছু করেন না কেন সবকিছুই বৃথা কেননা উনি যদি ওনার স্ত্রীকে সঠিকভাবে ভালোবাসতো তাহলে কখনোই দ্বিতীয় বিয়ে করার কথা চিন্তা করত না আপনাদেরকে নিয়ে ভালো থাকার চেষ্টা করত অসংখ্য ধন্যবাদ আপনার মনের প্রতি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
আসলে আমি আমার ভাইকে দেখেছি এবং সে কতটা পরিশ্রম করেছে সেটা আমি জানি,, আমি চাইনা আমার ভাই সারা জীবন বলে থাকুক সে আমাদের জন্য করতে কি কিছুই করতে পারিনি,, একটি ঘর তৈরি করেছি ঘরটি তাকে দিয়ে দিয়েছি এটাই আমার সামর্থ্যর মধ্যে ছিল,, বাবা বিয়ে করছে সে তার মত আছে জানিনা কে কেমন ভাবে নেবে বিষয়টি,, এবং আমি জানিনা আমার জায়গায় অন্য কোন মানুষ থাকলে কি করতো,, তবে একথা বুঝেছি না থাকলে আজ সংসারটি অনেক সুন্দর থাকতো,, এবং বড় ভাইয়ের কষ্টটা আমি অনুভব করতে পারি কারণ এই বাহিরে সে কতটা কষ্ট করেছে এখন আমি সবকিছু বুঝি,, আমি চাই আমার ভাই সুস্থ থাকুক এবং আল্লাহ তায়ালা আমাকে সুস্থ রাখুক,, ইনশাল্লাহ সামনে আরো কিছু সুন্দর হবে আমাদের। ভালো এবং সুস্থ থাকবেন।
আপনি আপনার জায়গা থেকে দায়িত্ব পালন করছেন আপনার ভাই তার জায়গা থেকে দায়িত্ব পালন করছে তবে আপনি একটা বিষয় ভাল করেছেন আপনার ভাই যেন কোন সময় বলতে না পারে তোমার জন্য আমি অনেক কিছু করেছি সেজন্য আপনি নিজে থেকে একটা ঘর তৈরি করেছেন যেটা আপনি তাকে বিয়ে দিয়েছেন।
আসলে একটা বিষয় কি জানেন তো একটা মা দশটা সন্তান সঠিকভাবে পালন করতে পারে কিন্তু বাবা সেটা পারে না আপনার বাবা বিয়ে করে আলাদা হয়ে গেছে সে তার মত করে চলাফেরা করছে তারপরেও সংসার জীবনে সবকিছু মানিয়ে নিতে হবে তা না হলে কিছু সম্ভব না।